কোটা ও ২য় মেধাতালিকার মাইগ্রেশনের ফলাফল ও ভর্তি ও রিলিজ প্রক্রিয়া…

মাইগ্রেশন ও কোটার ফলাফল

প্রকাশিত হয়েছে….

রেজাল্ট দেখতে টাইপঃ

NU ATHN (ROLL) TO SEND 16222

মাইগ্রেশনের ফলাফল অটোমেটিক ফোনে

চলে যাবে।

যাদের যাবে না বুঝতে হপে মাইগ্রেশন

হয়নি।

নিশ্চিত হওয়ার জন্য রাত ৯.০০ টায় ওয়েব

সাইট চেক করবেন।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়
অনার্স প্রথম বর্ষ ভর্তি ১৭-১৮

 কোটা মেধা তালিকা প্রকাশ : ২৯ অক্টোবর; ৪.০০ টার পর।

 যেভাবে রেজাল্ট জানবেন :
 SMS : NU <space> ATHN <space> Admission Roll লিখে পাঠাবেন ১৬২২২ নম্বরে।

উদাহারন : NU ATHN 7589054 → 16222
[ খরচ : ২.২৫ পয়সা; বিকেল ৪.০০ টার পর ]

 Online : http://app.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Honours
[ রাত ৯ টার পর ]

 চান্স পেলে চুড়ান্ত ভর্তি ফরম ডাউনলোড ও প্রিন্ট করার সময় : ০১ নভেম্বর তারিখের মধ্যে।
 কলেজে ভর্তি হতে হবে : ০২ নভেম্বর তারিখের মধ্যে। (এরপর আর কাউকে ভর্তি করানো হবে না) 
 ভর্তির সময় একমাত্র অর্জিনাল যা লাগবে : এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বর ফর্দ। 
বিস্তারিত : আপনার কলেজের ভর্তি বিজ্ঞপ্তি দেখে নিবেন।
 মাইগ্রেশনের রেজাল্ট : মাইগ্রেশন সাকসেস হলে ফোনে অটো এসএমএস আসবে।
যে নম্বর হতে এসএমএস আসবে : ০১৫৫০৩৩৩৪৪৪

 মাইগ্রেশনের ফরম টি অনলাইন হতে ১ তারিখের মধ্যে প্রিন্ট করে কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

 মাইগ্রেশনে যে বিষয় পেয়েছেন তাই পড়তে হবে, আর কোন অপশন নাই।

কলেজে কোন টাকা জমা দিতে হবে না নতুন করে। ( একটা কিন্তু রয়েছে, তা হলো ডিপার্টমেন্ট ভিত্তিক ভর্তি ফি আলাদা আলাদা হয়, যেমন : বাংলা : ৪০০০, রসায়ন ৪৫০০!, এ ক্ষেত্রে বাংলায় ছিলেন, রসায়নে গেলেন, তখন অতিরিক্ত ৫০০৳ বহন করতে হবে)
 রিলিজস্লিপ দেয়া হবে : ০৪-০৬ তারিখের মধ্যে (সম্ভাব্য)

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম বর্ষ ভর্তি নির্দেশিকা

ডিগ্রি ১ম বর্ষ (২০২৩-২৪) শ্রেণীর ভর্তি নির্দেশিকা। ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম …