মঙ্গলবার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত ।
সূত্রঃ একাত্তর টিভি
National University Exam postponed 2021
জাতীয় বিশ্ববিদ্যালয় – National University এর সব পরীক্ষা স্থগিত।
চলমান পরীক্ষা গুলো ছিলো :
ডিগ্রী ২য় বর্ষ
মাস্টার্স শেষ বর্ষ (২ টি)
অনার্স ৪র্থ বর্ষের ভাইবা।
এরই সাথে পিছিয়ে গেলো অনার্স ১ম বর্ষ ও ডিগ্রী ৩য় বর্ষের পরীক্ষার সম্ভাব্য সময়।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি সিদ্ধান্তের আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা বন্ধ থাকবে। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেবে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, তাই তাদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সেই সিদ্ধান্তগুলো হলো— সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ২৪ মে পবিত্র ঈদুল ফিতরের পর শুরু হবে। আর আগামী ১৭ মে থেকে সকল হল খুলে দেওয়া হবে। এই সময়ে ২৪ মে পর্যন্ত কোনও ধরনের কোনও পরীক্ষা হবে না। আগামী ২৪ মে’র পর পরীক্ষাগুলো গ্রহণ করা হবে। আর অনলাইন ক্লাসগুলো যেভাবে চলছে সেভাবেই চলমান থাকবে।
পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটি প্রযোজ্য বলে উল্লেখ করেন।