২০১৮ সালের নিয়োগে মোট আবেদন করেছিল ২৪ লক্ষাধিক। নিয়োগ দিয়েছে ১৮১৪৭ জন। তার মানে প্রতিটি আসনের জন্য ১৩২+ এর মধ্যে প্রতিযোগিতা ছিল।
আপনার উপজেলার শূন্যপদ দেখুন নিচের লিংকেঃ উপজেলা ভিত্তিক শূন্যপদের তালিকা.apx
এই ১৩২ জন এর মধ্যে প্রতিযোগিতার কথা আমি কখনো ভাবতাম না এবং নিজেকে সেইভাবেই তৈরি করেছি বলে আমার চাকরি টা হয়েছিল ইনশাআল্লাহ।
২০২০ এর প্রাইমারি এর জন্য আবেদন করেছেন ১৩ লক্ষাধিক।
নিয়োগ দিবে ৩২০০০+ তারমানে এবার প্রতিটি আসনের জন্য লড়াই হবে ৪১ জন এর মধ্যে। আসলে লড়াইটা কতজনের মধ্যে এটা কোন ব্যাপারই না, আপনার দরকার একটা আসন। আপনি নিজেকে অন্য কারো প্রতিদ্বন্দ্বী না ভেবে সেভাবেই প্রস্তুত হন। আপনি পড়াশোনা মাধ্যমে একটি আসনের জন্য নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলুন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
মাজহারুল ইসলাম
সহকারী শিক্ষক স:প্রা:বি (২০১৮)
People Also Search:
dpe application form, dpe applicant copy, dep applicants handbook volume i, dpe application, dpe applicant copy recover, dpe applicant copy download, dep application forms, dpe.teletalk.com.bd result 2020, dpe.teletalk.com.bd admit card 2020, dpe.teletalk.com.bd admit card 2020, dpe.gov.bd 2019, dpe.gov.bd psc, dpe.gov.bd notice, dpe.gov.bd result, dpe.gov.bd psc result, dpe.gov.bd result 2019, dpe.gov.bd primary result, dpe.gov.bd admit, dpe.gov.bd teletalk admit card, dpe.gov.bd admit card, dpe.gov.bd circular 2018, dpe.gov.bd assistant teacher admit 2019, dpe.gov.bd – directorate of primary education