Honours 4th year (special) practical and viva 2020

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত ২০১৮ খ্রিষ্টাব্দের অনার্স চতুর্থ বর্ষের (বিশেষ) মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শুরু হচ্ছে।

 

করোনা ভাইরাসের কারণে এ পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল। স্থগিত মৌখিক পরীক্ষা বিষয়ওয়ারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আর ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে।

আগামী ১৫ নভেম্বর থেকে অনলাইনে মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক ফয়জুল করিম দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( www.nubd.info ) এ পাওয়া যাবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য জানানো হয়েছে।

 

People Also Search:

honours 4th year exam, honours 4th year result, honours 4th year routine, honours 4th year result 2016, honours 4th year result 2017, honours 4th year result 2018, honours 4th year result 2019, honours 4th year result 2020, honours 4th year routine 2019, honours 4th year exam routine, honours 4th year marksheet 2018, honours 4th year form fill up, honours 4th year exam routine 2019,

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

error: Content is protected !! Admin