♦ “জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম” ♦
.
(১) NU এর নিয়ম অনুযায়ী ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে এবং GPA = 1.75 অর্জন করতে হবে..
(২) দ্বিতীয়বর্ষ থেকে তৃতীয়বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে এবং কমপক্ষে GPA = 2.00 অর্জন করতে হবে..
(৩) তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৪টা বিষয়ে পাশ করতে হবে এবং কমপক্ষে GPA = 2.25 অর্জন করতে হবে..
৪) সকল কোর্সের ( ইনকোর্স /তত্ত্বীয় / ব্যবহারিক/ মাঠকর্ম/ মৌখিক ) পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক..
৫) একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র যে কোন ১টি বিষয়ে অনুপস্থিত থাকলে, বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে..
.
→ ১ম বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ২য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে.. (Only for absent students)
→ ২য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৩য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে.. (Only for absent students)
→ ৩য় বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ৪র্থ বর্ষের প্রমোশন বন্ধ থাকবে.. (Only for absent students)
.
★ নিয়মিতদের জন্য ১ম বর্ষে সব বিষয় পাস করা ছাড়া ৩য় বর্ষের রেজাল্ট স্থগিত থাকবে ও ২য় বর্ষের সকল বিষয় পাস ছাড়া ৪র্থ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না..
.
→ C,D গ্রেড এ, যে কোন বর্ষের ক্ষেত্রে Improvement একবার দেয়া যায়.. কিন্তু যতবার Fail করবে ততবারই Improvement দিতে পারবে, তবে রেজিষ্ট্রেশনের মেয়াদের মধ্যে.. ২টির বেশি কোন বিষয়ের Improvement দেয়ার সুযোগ নেই.. রেজিষ্ট্রেশনের মেয়াদ ৬ বছর..
.