E-Cab Training 2020 – e-cab.net

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের, ডব্লিউটিও সেল কর্তৃক বাস্তবায়নাধীন “ই-বাণিজ্য করবো, নিজের ব্যবসা গড়বো” প্রকল্পের অধীনে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও ই- কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সহায়তায় রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ই-কমার্স বিষয়ক অনলাইন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

 

Website link: http://e-cab.net/

আবেদন ফরমের লিংক: 

প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চাইলে নিম্নলিখিত লিংকে ক্লিক করে ফরমটি পূরণ করে আবেদন করুন – ✔ এখানে ক্লিক করে ফরমটি পূরণ করুন।

বিঃ দ্রঃ আপনার জিমেইল আইডি লগিন করেই ফরমটি পূরণ করতে পারবেন। লগিন না থাকলে আবেদন করতে পারবেন না। ভাল হয় গুগল ক্রোম ব্রাউজার দিয়ে গুগল ফরমটি পূরণ করা।

 

ট্রেনিং শুরু: ২১ সেপ্টেম্বর, ২০২০ থেকে টানা ১১ দিন

সময়: প্রতিদিন সকাল ১০টা-বিকাল ৫টা

(শুক্রবার বন্ধ থাকবে)

(কোন প্রকার রেজিস্ট্রেশন ফি ছাড়াই সম্পূর্ণ ফ্রি ১১ দিনের ই-কমার্স প্রশিক্ষণ)

 

*** সম্পূর্ণ সরকারি অর্থায়নে অনলাইনে এ প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণটি সম্পূর্ণরূপে অনলাইন ভিত্তিক হওয়ায় প্রশিক্ষণার্থীদের কোন দৈনিক ভাতা বা প্রশিক্ষণ শেষে কোনো প্রকার অর্থ প্রদান করা হবে না।

প্রশিক্ষণার্থীদের অবশ্যই নিজের ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে হবে। অন্যথায় প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে না।

যারা নিয়মিত অনলাইন ক্লাসে যুক্ত থাকতে পারবেন শুধু তারাই আবেদন করবেন।

প্রশিক্ষণার্থীর অবশ্যই নিজস্ব ইন্টারনেট সংযোগ থাকতে হবে ।

প্রশিক্ষণ শেষে প্রতিটি প্রশিক্ষণার্থীর জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে।

 

যারা ই-কমার্স ব্যবসা করছেন, ই-কমার্স প্রতিষ্ঠানে কাজ করছেন, নিজেদের ব্যবসাকে ই-কমার্সে পরিণত করতে চান বা ই-কমার্স করতে আগ্রহী এরকম রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে বসবসকারী যেকোনো ব্যক্তি প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। নারী আবেদনকারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রকল্প কর্তৃপক্ষ যাচাই বাছাই করে যোগ্য প্রার্থীদের নির্বাচন করবেন।

আসন সংখ্যা সীমিত।

 

 

ট্রেনিং সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন-

01844052520

01844052506

***সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা***

প্রশিক্ষণের স্থান:

জুম অনলাইন ক্লাসরুম

 

এই পোষ্ট নিয়ে সন্দেহ থাকলে আপনি বানিজ্য মন্ত্রনালয়ের নিচের লিংকের পোষ্ট দেখে যাচাই করতে পারেন। যাচাই করতে ✔ এখানে ক্লিক করুন।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

সরকারী চাকরির প্রস্তুতি

থিসিস পেপার লেখার নিয়ম

থিসিস পেপার লেখার নিয়ম। রিসার্চ পেপার লেখার নিয়ম। থিসিস পেপার যেভাবে লিখা যেতে পারে। প্রফেসর …