Degree pass and certificate course stipend 2020

ডিগ্রী শিক্ষার্থীদের যারা উপবৃত্তি পান তাদের টাকা মোবাইলে আসা শুরু হয়েছে।

এ দফায় উপবৃত্তি পাবে ১৫-১৬, ১৬-১৭, এবং ১৭-১৮ সেশনের শিক্ষার্থীরা।

 

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর মাধ্যমে স্নাতক(পাস) কোর্সের উপবৃত্তি – ২০১৯ প্রোগ্রামে চুড়ান্ত মনোনিত শিক্ষার্থীদের বিকাশ একাউন্টে ১৪ মে উপবৃত্তির প্রথম কিস্তির টাকা প্রদান করা হইলো।

উল্ল্যেখ্য ২০১৯ সালের এপ্রিল মাসে এ উপবৃত্তির আবেদন ফরম ছাড়া হয় ১৫-১৬, ১৬-১৭ ও ১৭-১৮ সেশনের জন্য।

একই বছরের সেপ্টম্বর মাসে উপবৃত্তি প্রাপ্তির জন্য চুড়ান্ত মনোনিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয় এবং তাদের নামে বিকাশ একাউন্ট খোলা হয়।

আজ ১৪ মে ২০২০, প্রধানমন্ত্রী করোনা আপদকালীন মুহূর্তে এ টাকা শিক্ষার্থীদের নিজ নিব বিকাশ একাউন্টে পাঠানোর শুভ উদ্ভোধন করেন।

এ উপবৃত্তির আওতায় ২ লাখ ৯ হাজার ৬৭৪ জনকে মোট ৪৯০০/- টাকা করে প্রদান করা হলো।

ধিরে ধিরে সকলের একাউন্টে টাকা জমা হয়ে যাবে।

[ ডিগ্রী উপবৃত্তি প্রদান করা হয় দরিদ্র শিক্ষার্থীদের (কিছু ক্যাটাগরিতে) ৭৫% মেয়ে, ২৫% ছেলে রেসিও তে। অনার্সে কেন দেয় না এসব কথা বলে লাভ নাই, অনার্সে বোর্ড বৃত্তি সহ অনেক ব্যাংক স্কলারশিপ এর ব্যবস্থা আছে, আপনার ভালো রেজাল্ট থাকলে এবং আবেদন করলে এতোদিনে টাকা পেয়ে যেতেন।]

অনার্সের পড়াশুনাতে অনেক খরচ গুণতে হয়, ডিগ্রীতে তার অর্ধেকও না, এখন এ অর্ধেক খরচও যারা এফোর্ট করতে পারেনা তাদের জন্য এ ইনসেন্টিব।

[এর আরেকটি উদ্দ্যেশ্য ডিগ্রী পড়তে ছাত্রদের প্রলুব্ধা করা। ]

বি:দ্র: যতটা বর্ণনা করা হয়েছে তার চেয়ে অনেক ভালো পরিবার হতে বিলং করা স্টুডেন্দেরও উপবৃত্তির জন্য মনোনিত হতে দেখেছি, এর কারণ হলো ডকুমেন্ট, আপনি যথাযত ডকুমেন্ট দিলেন, তো চুড়ান্ত নির্বাচলে নাম আসতে বাঁধা নাই।

 ক্রেডিট : মিজান ভাই

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি ১ম বর্ষ ফরম ফিলাপ ২০২২

ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট ২০২৪ | ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দেখব কিভাবে?

২০২১-২০২২ সেশনের ডিগ্রি প্রথম বর্ষের ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ২০২২ সালের ডিগ্রি প্রথম …