All the activities of the National University are closed

Latest news of national University of Bangladesh release today by www.nu.ac.bd 

 

 

Old notice of National University, Bangladesh.    

আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ তথ্য জানিয়েছেন।

Exam postponed Official Notice pdf link:   

http://nu.ac.bd/uploads/2018/notice_192_pub_date_16032020.pdf

 

 

 

এছাড়াও ১৮ থেকে ২৮ তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

 

৩১ তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।  

অতএব, অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্তগিত এবং ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা  ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে না।   

 

 স্থগিত পরীক্ষাসমূহের সংশোধিত তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। 

সূত্রঃ সময় নিউজ  

 ১. ১৭ থেকে ৩১ মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

২. বন্ধ থাকবে দেশের সব কোচিং সেন্টারও।

৩. প্রাথমিক বিদ্যালয়ও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা। 

করোনা সতর্কতায় শিক্ষা মন্ত্রণালয়ের এসকল সিদ্ধান্ত।

 

সুতরাং আপনারা করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন করুন এবং এই পোস্টটি শেয়ার করে সকলকে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্যটি জানিয়ে দিন। 

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

NU Results 2022 - Honours Consolidated Result

NU Result 2024 – Honours 4th year cgpa result 2024

NU result 2022 – honors 4th-year CGPA result 2022 published. Nu honors final year result …