বাংলাদেশের জাতীয়
বিশ্ববিদ্যালয়ের
কিছু মজার তথ্য
.
১.ছাত্র-ছাত্রীদের দিক থেকে
বাংলাদেশের জাতীয়
বিশ্ববিদ্যালয়
পৃথিবীর ভিতর ২য় বৃহত্তম বিশ্ববিদ্যালয়।
.
২.তেজগাঁও কলেজে জাতীয়
বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স
কোর্সের সর্বোচ্চ সংখ্যক সাবজেক্ট
রয়েছে। (প্রায় ৩৪টি)
.
৩.চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ একমাত্র
কমার্স
কলেজ যেখানে কমার্স কলেজ হওয়ার
সত্ত্বেও মার্কেটিং ও ফিন্যান্স
ডিপার্টমেন্ট নেই।
.
৪.জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
৩টি কমার্স কলেজ রয়েছে।(মিরপুর
কমার্স
কলেজ,খুলনা আজম খান কমার্স
কলেজ,চট্টগ্রাম কমার্স কলেজ)
.
৫.আশ্চর্য হলেও সত্যি যে চট্টগ্রাম দেশের ২য় শহর & বানিজ্যিক রাজধানি হওয়ার পরও
চট্টগ্রাম বিভাগের(কুমিল্লার
ভিক্টোরিয়া
ছাড়া) কোনো সরকারি কলেজে
ফিন্যান্স
এবং মার্কেটিং ডিপার্টমেন্ট নেই।
.
৫.সিলেট বিভাগের কোনো
কলেজেই মার্কেটিং ও ফিন্যান্স
ডিপার্টমেন্ট
নাই।
.
৬.চট্টগ্রাম বিভাগের শুধুমাত্র একটি
বেসরকারি কলেজ ইসলামীয়া
কলেজে ফিন্যান্স & মার্কেটিং ডিপার্টমেন্ট আছে।
.
৭.জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর
উপর
বিএসসি পড়ানো হয় যা কোনা
প্রাইভেট / পাবলিক ভার্সিটি তে
পড়ানো হয়
না।
.
৮.জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
৩টি ডে -নাইট কলেজ রয়েছে সেগুলো
হলো পাবনা ডে-নাইট
কলেজ,সাতক্ষীরা ডে-নাইট কলেজ
এবং দৌলতপুর ডে-নাইট কলেজ।এখানে
বিকেল ক্লাস শুরু হয়ে রাতে শেষ হয়।
.
৯.জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
৩টি কমার্স কলেজের ভিতর মাত্র একটি
কমার্স কলেজ বেসরকারি সেটি ঢাকা
মিরপুর
কমার্স কলেজ
.
১০.জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ সংখ্যক অনার্স
কোর্সের ৩৫ টি কলেজ রয়েছে।যার ভিতর
সরকারি
কলেজ রয়েছে ১১ টি।
যা অন্য জেলার
হিসেবে
সর্বোচ্চ এবং অদ্বিতীয়।
.
১১.জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
আলাদা ভাবে ৩টা কমার্স কলেজ
থাকলেও,
আলাদা ভাবে বিজ্ঞান কলেজ বা
মানবিক
কলেজ নাই তবে শারীরিক শিক্ষা
কলেজ,ফাইন আর্ট কলেজ এবং বিএড
কলেজ আলাদা ভাবে রয়েছে।
.
১২.জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
সর্ব মোট ৭০০ কলেজ রয়েছে।যার ভিতর
১৯৯ টি কলেজ সরকারি।
.
১৩.মেহেরপুর জেলায় জাতীয়
বিশ্ববিদ্যালয়ের অধীনে সবচেয়ে কম
কলেজ মাত্র ৩টি কলেজ রয়েছে।
.১৪.জাতীয় বিশ্ববিদ্যালয় এর
ওয়েবসাইটে কলেজ লিস্টের ১ম নামটা
A B C D লেখাটা আসলে কোনো alphabet
অর্থ বহন করে না ওইটা আসলে একটা
কলেজের নাম।ABCD
কলেজ।যেটি যশোর জেলার চৌগাছা
উপজেলায় অবস্থিত।
.
১৫.দেশ বিদেশ থেকে তথ্য নেবার জন্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ
একটি হেল্প লাইন নম্বর করেছেন নম্বরটি
-০৯৬১৪০১৬৪২৯।সরকারি ছুটি ব্যতিত
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
ফোন
করে সেবা নিতে পারবেন।