বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু মজার তথ্য

বাংলাদেশের জাতীয়
বিশ্ববিদ্যালয়ের
কিছু মজার তথ্য
.
১.ছাত্র-ছাত্রীদের দিক থেকে
বাংলাদেশের জাতীয়
বিশ্ববিদ্যালয়
পৃথিবীর ভিতর ২য় বৃহত্তম বিশ্ববিদ্যালয়।
.
২.তেজগাঁও কলেজে জাতীয়
বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স
কোর্সের সর্বোচ্চ সংখ্যক সাবজেক্ট
রয়েছে। (প্রায় ৩৪টি)
.

৩.চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ একমাত্র
কমার্স
কলেজ যেখানে কমার্স কলেজ হওয়ার
সত্ত্বেও মার্কেটিং ও ফিন্যান্স
ডিপার্টমেন্ট নেই।
.
৪.জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
৩টি কমার্স কলেজ রয়েছে।(মিরপুর
কমার্স
কলেজ,খুলনা আজম খান কমার্স
কলেজ,চট্টগ্রাম কমার্স কলেজ)
.
৫.আশ্চর্য হলেও সত্যি যে চট্টগ্রাম দেশের ২য় শহর & বানিজ্যিক রাজধানি হওয়ার পরও
চট্টগ্রাম বিভাগের(কুমিল্লার
ভিক্টোরিয়া
ছাড়া) কোনো সরকারি কলেজে
ফিন্যান্স
এবং মার্কেটিং ডিপার্টমেন্ট নেই।
.
৫.সিলেট বিভাগের কোনো
কলেজেই মার্কেটিং ও ফিন্যান্স
ডিপার্টমেন্ট
নাই।
.
৬.চট্টগ্রাম বিভাগের শুধুমাত্র একটি
বেসরকারি কলেজ ইসলামীয়া
কলেজে ফিন্যান্স & মার্কেটিং ডিপার্টমেন্ট আছে।
.
৭.জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর
উপর
বিএসসি পড়ানো হয় যা কোনা
প্রাইভেট / পাবলিক ভার্সিটি তে
পড়ানো হয়
না।
.
৮.জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
৩টি ডে -নাইট কলেজ রয়েছে সেগুলো
হলো পাবনা ডে-নাইট
কলেজ,সাতক্ষীরা ডে-নাইট কলেজ
এবং দৌলতপুর ডে-নাইট কলেজ।এখানে
বিকেল ক্লাস শুরু হয়ে রাতে শেষ হয়।
.
৯.জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
৩টি কমার্স কলেজের ভিতর মাত্র একটি
কমার্স কলেজ বেসরকারি সেটি ঢাকা
মিরপুর
কমার্স কলেজ
.
১০.জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ সংখ্যক অনার্স
কোর্সের ৩৫ টি কলেজ রয়েছে।যার ভিতর
সরকারি
কলেজ রয়েছে ১১ টি।
যা অন্য জেলার
হিসেবে
সর্বোচ্চ এবং অদ্বিতীয়।
.
১১.জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
আলাদা ভাবে ৩টা কমার্স কলেজ
থাকলেও,
আলাদা ভাবে বিজ্ঞান কলেজ বা
মানবিক
কলেজ নাই তবে শারীরিক শিক্ষা
কলেজ,ফাইন আর্ট কলেজ এবং বিএড
কলেজ আলাদা ভাবে রয়েছে।
.
১২.জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
সর্ব মোট ৭০০ কলেজ রয়েছে।যার ভিতর
১৯৯ টি কলেজ সরকারি।
.
১৩.মেহেরপুর জেলায় জাতীয়
বিশ্ববিদ্যালয়ের অধীনে সবচেয়ে কম
কলেজ মাত্র ৩টি কলেজ রয়েছে।
.১৪.জাতীয় বিশ্ববিদ্যালয় এর
ওয়েবসাইটে কলেজ লিস্টের ১ম নামটা
A B C D লেখাটা আসলে কোনো alphabet
অর্থ বহন করে না ওইটা আসলে একটা
কলেজের নাম।ABCD
কলেজ।যেটি যশোর জেলার চৌগাছা
উপজেলায় অবস্থিত।
.
১৫.দেশ বিদেশ থেকে তথ্য নেবার জন্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ
একটি হেল্প লাইন নম্বর করেছেন নম্বরটি
-০৯৬১৪০১৬৪২৯।সরকারি ছুটি ব্যতিত
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
ফোন
করে সেবা নিতে পারবেন।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

Chittagong Division Honours College Name List

Chittagong Division all honours College name list. Chittagong Division has 11 district of Bangladesh and …