রিলিজ স্লিপে অাবেদনের নিয়ম ও চান্স পাওয়ার উপায়

রিলিজ স্লিপ

রিলিজ স্লিপ নিয়ে কিছু জিজ্ঞাসা ও এর জবাবঃ

 

  • ✪ প্রশ্ন-০১: রিলিজ স্লিপ কী?

উত্তর: যে সকল শিক্ষার্থী-

★ মেধা তালিকায় চান্স পায়নাই।

★ ভর্তি বাতিল করেছে,

★মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হয়নি, সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপের মাধ্যমে ৫টি কলেজে আবেদন করে ১টি কলেজে ভর্তির হওয়ার সুযোগ পাবে..

.

✪ প্রশ্ন-০২: রিলিজ স্লিপের আবেদনে কি আমি আমার পূর্বের কলেজে আবেদন করতে পারব?

উত্তর: হ্যাঁ পারবে। তুমি ঐ কলেজসহ সর্বমোট ৫টি কলেজে নতুন নতুন বিষয় নির্বাচন করে আবেদন করতে পারবে..

.

✪ প্রশ্ন-০৩: রিলিজ স্লিপের আবেদন ফরম কোথায় পাওয়া যাবে?

উত্তরঃ শুধুমাত্র অনলাইনে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করা যাবে.. এটি কলেজ থেকে দেওয়া হয় না..

.

✪ প্রশ্ন-০৪: রিলিজ স্লিপের ফরম কি কলেজগুলোতে জমা দিতে হবে?ঝ

উত্তরঃ না, কলেজে জমা দেয়ার দরকার নেই.. এটি তোমার কাছে রেখে দিবে..

.

✪ প্রশ্ন-০৫: আমি কোন ৫টি কলেজ নির্বাচন করব?

উত্তরঃ তোমার ইচ্ছানুযায়ী যে কোন এলাকার যে কোন কলেজে অর্থাৎ সমগ্র বাংলাদেশের যেকোনো ৫টি (সর্বোচ্চ) কলেজে আবেদন করতে পারবে..

.

✪ প্রশ্ন-০৬: রিলিজ স্লিপের ফলাফল কিভাবে জানব?

উত্তরঃ আবেদন শেষ হওয়ার ৫-৭ দিন পর ফলাফল প্রকাশিত হবে এবং আগের মতো মোবাইল থেকে এসএমএস দিয়ে তুমি তোমার ফলাফল জানতে পারবে..

.

✪ প্রশ্ন-০৭: রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তা কতটুকু?

উত্তরঃ জেলা শহরের কলেজগুলোতে শূন্য আসন সংখ্যা খুবই কম.. অপর দিকে উপজেলা পর্যায়ের কলেজগুলো অনেক বেশি আসন খালি থাকে.. তাই আবেদন করার সময় এই বিষয়টি গুরুত্ব দিলে ১০০% পর্যন্ত ভর্তির নিশ্চয়তা থাকে..

.

✪ প্রশ্ন-০৮: রিলিজ স্লিপ কোথায় কিভাবে পূরণ করতে হবে? অথবা, রিলিজ স্লিপের আবেদন কোথায় করতে হবে?

উত্তরঃ রিলিজ স্লিপের আবেদন করতে হবে অনলাইনে.. রিলিজ স্লিপ সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদনের ওয়েবসাইট বা লিংক দেওয়া থাকবে সময় মত.. এই ওয়েবসাইটে গিয়ে নিজে নিজে অথবা, কম্পিউটার দেকানে গিয়েও করা যাবে..

.

✪ প্রশ্ন-০৯: রিলিজ স্লিপ পূরণ করতে কী কী লাগবে?

উত্তর: তোমার রোল নম্বর ও পিন নম্বর দিয়েই আবেদন করা যাবে..

.

✪ প্রশ্ন-১০: রিলিজ স্লিপ-এ সরকারি কলেজ কয়টা এবং বেসরকারি কলেজ কয়টা চয়েস দেওয়া যায়?

উত্তরঃ সরকারি-বেসরকারি মোট ৫টা (সর্বোচ্চ) কলেজ চয়েস দেওয়া যাবে..

.

✪ প্রশ্ন-১১: কোন কলেজে কোন বিষয়ে কত সিট খালি আছে, তা কিভাবে জানবো?

উত্তরঃ অনলাইনে রিলিজ স্লিপ ফরম পূরণ করার সময় কলেজের পাশে কয়টা করে সিট খালি আছে, তা দেখাবে..

.

✪ প্রশ্ন-১২: ২য় মেরিট লিস্ট-এ যে সাবজেক্ট আসবে / এসেছে, সেটাতে ভর্তি হবো না, রিলিজ স্লিপ নিতে পারবো?

উত্তরঃ পারবে..

.

✪ প্রশ্ন-১৩: রিলিজ স্লিপের মাধ্যমে যে সাবজেক্ট পাবো, তা কি চেঞ্জ করা করা যাবে?

উত্তরঃ না, চেঞ্জ করা যাবে না বা মাইগ্রেশন করা যাবে না.. রিলিজ স্লিপে যে সাবজেক্ট পাবে, সে সাবজেক্টেই পড়তে হবে..

.

✪ প্রশ্ন-১৪: যদি রিলিজ স্লিপে আবেদন করার পর কোন কলেজে সুযোগ না পাই তাহলে কি আর ভর্তি হতে পারবো না?

উত্তর : ১ম রিলিজ স্লিপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসন শূন্য থাকা সাপেক্ষে ২য় রিলিজ স্লিপ ছাড়া হয়.. তাই ১ম রিলিজ স্লিপে সুযোগ না পেলে আবার ২য় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ আছে..

.

✪ প্রশ্ন-১৫: ২য় রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া কেমন?

উত্তরঃ ২য় রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া ১ম রিলিজ স্লিপের মতই.. যারা ১ম রিলিজ স্লিপে সুযোগ পেয়েও ভর্তি হবে না তারা ২য় রিলিজ স্লিপের আবেদনের সুযোগ পাবে..

*২য় মেধাতালিকায় সুযোগ পাননি?

জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল কয়েকটি ধাপে প্রকাশ করে। যেমনঃ

*১ম মেধাতালিকা (২ অক্টোবর)।

*২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেসন (১৭ অক্টোবর)

*কোটা ও ও মাইগ্রেসন এবং

রিলিজ স্লিপ।

২য় মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষে কোটা ও মাইগ্রেশন এর মেধাতালিকা প্রকাশ হবে এতে যাদের কোটা আছে তাদের মধ্যে কিছু প্রার্থী সুযোগ পাবেন। আর কোন মেধা তালিকা কিংবা কোটাতে সুযোগ না পেলেও রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির সুযোগ পাবেন।

# যাদের_কোন_মেরিট

ে_মেধা_তালিকায়_স্থান_হয়নি

2য় মেরিটেও যাদের হয়নি তাদের উদ্দেশ্য কিছু কথা….

রিলিজে পাচটি কলেজ চয়েজ দেয়া যায়, সাবজেক্ট ও কলেজ যেগুলো পছন্দের তালিকায় প্রথম/ যে কলেজে আসন ফাকা বেশি সেগুলো প্রথমে চয়েজ দিবে…। রিলিজে

কলেজ চয়েজ সর্বোচ্চ পাচটি দিতে পারবে,, তবে এসব কলেজের ফাকা থাকা আসনের সকল সাবজেক্টই চয়েজ দিতে পারবে…..।

যে কলেজে/সাবজেক্টে পড়ার ইচ্ছা একদমই নেই তা চয়েজ লিস্টে ভুলেও দিবেনা…।

** ssc+hsc দুটো মিলে যাদের (সায়েন্স) পয়েন্ট 8:50 এর কম তারা সরকারি দুটো-একটাতে চয়েস দেয়ায় ভালো,,পরেরগুলো বেসরকারি দিও..

মানবিক 8 এর কম হলে সরকারি কলেজ একটা-দুটো দিতে পারো, পরেরগুলো বেসসরকারি দিও,,,

কমার্সেও 8 এর নিচে হলে দুটো-একটা সরকারি দিয়ে বাকিগুলো বেসরকারি দিও,,।

বি:দ্র: আবারও বলছি যে কলেজে পড়ার ইচ্ছা একদমই নেই, সেটা চয়েজে ভুলেও দিবেনা,, সাবজেক্টের ক্ষেত্রেও তাই…।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

ডিগ্রি (পাস) প্রাইভেট/সার্টিফিকেট কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম বর্ষ ভর্তি নির্দেশিকা

ডিগ্রি ১ম বর্ষ (২০২৩-২৪) শ্রেণীর ভর্তি নির্দেশিকা। ডিগ্রি ১ম বর্ষের ভর্তি ২০২৪ – ডিগ্রি ১ম …