জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2017-18 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকা ২৫ জুলাই ২০১৯ তারিখ প্রকাশ করেছে।
উক্ত ফলাফল
1) এস এম এসঃ NU ATMP Roll and send 16222।
উদাহরণঃঃ NU ATMP 1234567
অনলাইনের মাধ্যমেঃ Check online
এরকম দেখালে আপনি চান্স পেয়েছেনঃ
এরকম দেখালে চান্স হয়নি এবং রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবেঃ
ক) ২য় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণের তারিখ ২৫/০৭/২০১৯ থেকে ০১/০৮/২০১৯।
খ) ২য় মেধা তালিকা স্থান প্রাপ্ত প্রার্থীদের রেজিস্ট্রেশন ফি 835 টাকা, চূড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজ কলেজে জমা দেয়ার তারিখ ২৭/০৭/২০১৯ থেকে ০৩/০৮/২০১৯।
গ) কলেজ কর্তৃক প্রথম মেধা তালিকা স্থান প্রাপ্ত প্রার্থীদের ভর্তি নিশ্চয়ন ২৭ জুলাই থেকে ০৪ আগস্ট।
ঘ) 2017-18 শিক্ষাবর্ষের মাস্টার্স প্রিলিমিনারি ক্লাস শুরু হয়েছে ২৫/০৭/২০১৯ থেকে।