২০১৯ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ১ আগস্ট ২০১৯। অনার্স প্রথম বর্ষের সময়সূচি ২০১৯ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে এক নোটিশের মাধ্যমে জানিয়েছে বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের আবেদনের পরিপ্রেক্ষিতে যারা কোন কারনে ফরম ফিলাপ করতে পারিনি তারা নতুন করে ফরম ফিলাপ করতে পারবে। এক্ষেত্রে কলেজের পাওনা বাবদ যে টাকা আসবে তাছাড়া ৫,০০০ টাকা ফাইন দিয়ে ফরম ফিলাপ করতে হবে এবং তাদেরও ১ আগস্ট থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ সংক্রান্ত নোটিশ টি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পেতে পারেন এছাড়া আমাদের ক্যাম্পাসটাইমসবিডি থেকে ডাউনলোড করতে পারবেন এবং ফরম ফিলাপের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.nubd.info এ গিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট দিলে আপনার ফরম ফিলাপ এবং আপনার যাবতীয় তথ্য দেখাবে। এরপর ফোন নাম্বার ইনপুট করে সাবমিট করবেন। এবার এটি সাথে রেজিস্ট্রেশন কার্ড, ইম্প্রুভ দিলে এডমিট কার্ড এবং টাকাসহ বিভাগ থেকে ভেরিফাই করে প্রশাসনিক ভবনে জমা দিতে হবে।
আবেদন শুরুঃ ০৯/০৭/২০১৯
আবেদন শেষ ২৩/০৭/২০১৯
Check Also
NU Result 2024 – Honours 4th year cgpa result 2024
NU result 2022 – honors 4th-year CGPA result 2022 published. Nu honors final year result …