এস আই পরীক্ষার গণিত অংশের সমাধান-২০১৯

আজকে অনুষ্ঠিত এস আই পরীক্ষার গণিত অংশ-২০১৯
১) একটি কাজ ৩০ জন শ্রমিক ২০ দিনে করতে পারে ১০ দিন কাজ করার পর খারাপ আবহাওয়ার কারণে ৬ দিন কাজ বন্ধ রাখতে হয়েছে ।অবশিষ্ট কাজ নির্দিষ্ট সময় শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ দিতে হবে।

২। ক) শতকরা কত মুনাফা হারে ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে।

খ) টাকায় ৫ টি দরে ক্রয় করে টাকায় ৪ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে।

৩) একটি বইয়ের মূল্য ৮০ টাকা যা প্রকৃত মূল্যের ৭০%। বাকি টাকা সরকার ভর্তুকি দিয়ে থাকে তাহলে ভর্তুকির পরিমাণ কত?

৪) আট বছর পূর্বে পিতা পুত্রের বয়সের ৮ গুণ ছিল ১০ বছর পরে পিতা পুত্রের দুই গুণ হবে। বর্তমানে কার বয়স কত?

৫) একটি গাড়ি ৬০ কিলোমিটার বেগে কিছু পথ এবং ৪০ কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে মোট ৫ ঘণ্টায় ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে ।৬০ কিলোমিটার বেগে গাড়িটি কত কিলোমিটার গিয়েছিল?

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

আমেরিকান ডিভি লটারিতে নিজেই আবেদন ফর্ম পূরণ করুন। DV Apply Now