চৌদ্দগ্রামে তিন বসতঘর পুড়ে ছাই

কুমিল্লার চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে তিনটি বসতঘর। শুক্রবার রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের সাবেক মেম্বার আমানত হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, শুক্রবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নেভাবো সম্ভব হলেও ঐ বাড়ির বাসিন্দা মানিকের দুইটি টিনশেড বসতঘর ও সাবেক মেম্বার আমানত হোসেনের ভাড়া দেয়া ঘর রক্ষা করা সম্ভব হয় নি। আগুনে পুড়ে ছাই হয়েছে চিনটি ঘরই।

ভুক্তভোগী মানিকের মা ছেমনা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।

তিনি আরও বলেন, আমরা এখন খোলা আকাশের নিচে বাস করছি। এ সময় সরকারের সহযোগিতা চেয়েছেন ছেমনা বেগম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শেখ শহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। উপজেলা প্রশাসন থেকে তাদেরকে আমি সর্বাত্মক সহযোগিতা করবো। জেলা প্রশাসন থেকেও সহযোগিতার জন্য সর্বাত্মক চেষ্টা করবো।

About Sydur Rahman Tanvir

Check Also

ঢাকা পূর্ব ভ্যাট পরীক্ষার সময়সূচি ২০২৪ – vatdhkeast Exam Date

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব), ঢাকা’র নথি নম্বর:২(২৩)১৪২/জনপ্রশাঃ/ঢা:পূর্ব: কমি:/নিয়োগ ২০২৩/৪৭০, তারিখ:২৫-০১-২০২৪খ্রি. অনুযায়ী গত …