জমজমাট আয়োজনে তিতুমীর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ নানা আয়োজনের মধ্য দিয়ে সরকারি তিতুমীর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী টিপু মুনসি ,এম.পি.।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আকবর হোসেন পাঠান (ফারুক ) এম.পি.। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোসাঃ আবেদা সুলতানা। আরো উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মোড়লসহ সাধারণ শিক্ষার্থীরা।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯-এ ছেলেদের মধ্য থেকে শ্রেষ্ঠ ক্রীড়াবিদ নির্বাচিত হন সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. আরমান এবং মেয়েদের মধ্য থেকে শ্রেষ্ঠ ক্রীড়াবিদ নির্বাচিত হন গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্রী রায়হানা আক্তার রুমি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেন।    

About Sydur Rahman Tanvir

Check Also

সাত কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কী সাত কলেজে মাস্টার্স করা যায়?

ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনেকে জানতে চেয়েছেন জাতীয় …