ঢাবির অধিভুক্ত সাত কলেজের ৩য় বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ সরকারি কলেজের ২০১৬ সালের অনার্স ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ২৩ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হবে।

রোববার ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সনের অনার্স ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষা আগামী ২৩ অক্টোবর ২০১৭ সোমবার থেকে অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

এর আগে পাঁচ দফা দাবিতে সকাল ১০টায় নীলক্ষেত মোড় অবরোধ করে ঢাকা বিশ্বববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।এতে ওই এলাকায় চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলে।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

error: Content is protected !! Admin