web tracker
Breaking News

সিজিপিএ হিসাব করার সহজ নিয়মঃ

সিজিপিএ হিসাব করার নিয়মঃ

#প্রথম নিয়মঃ

আপনার সকল বিষয় ৪ ক্রেডিট মানে ১০০ মার্ক হলে টোটাল পয়েন্ট যোগ করে মোট বিষয় দিয়ে ভাগ দিলে হবে যেমনঃ ©নাজমুল হাসান

৩+৩.৫০+২.৫০+২.৫০+৩.২৫+৩.২৫=১২ এবার ৬ দিয়ে ভাগ করলে জিপিএ ৩ আসবে…

#দ্বিতীয় নিয়মঃ

১.ধরুন আপনার মোট বিষয় ৬ টি….যেমন: হিসাববিজ্ঞান,

ম্যানেজমেন্ট, 

মার্কেটিং, 

অর্থনীতি, 

ফিন্যান্স 

এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।

২.হিসাববিজ্ঞানের টোটাল মার্কস হলো ১০০ আর ক্রেডিট ৪।

__ম্যানেজমেন্ট এর মার্কস ১০০ আর ক্রেডিট ৪।

__মার্কেটিং এর টোটাল মার্কস১০০ ক্রেডিট ৪।

__অর্থনীতির টোটাল মার্কস ১০০ আর ক্রেডিট ৪।

__ফিন্যান্স এর টোটাল মার্কস ১০০ ক্রেডিট ৪। 

__ইতিহাসের টোটাল মাকর্স ১০০ ক্রেডিট ৪।

__[তাহলে আপনার সর্বমোট ক্রেডিট হল ৪+৪+৪+৪+৪+৪=২৪]  

৩. এখন, ধরুন আপনি,,,,

হিসাববিজ্ঞানে B+ (3.25)

ম্যানেজমেন্টে B (3.00)

মার্কেটিং এ B (3.00)

অর্থনীতিতে C (2.25)

ফিন্যান্স এ C+ (2.50)

ইতিহাসে B+ (3.25) পেলেন…..

৪.এখন আপনার কাজ হলো প্রত্যকটা বিষয়ের পয়েন্ট কে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন করা।

চলুন করা যাক…. 

হিসাববিজ্ঞান (৩.২৫ গুন ৪) =১৩

ম্যানেজমেন্ট (৩ গুন ৪) =১২

মার্কেটিং (৩ গুন ৪)=১২

অর্থনীতি (২.২৫ গুন ৪) =৯

ফিন্যান্স (২.৫০ গুন ৪)=১০

ইতিহাস (৩.২৫ গুন ৪)= ১৩

__ আপনার টোটাল পয়েন্ট হলো। (১৩+১২+১২+৯+১০+১৩)=৬৯

৫.এবার টোটাল পয়েন্ট কে, টোটাল ক্রেডিট দিয়ে ভাগ করি। (৬৯/২৪)=২.৮৭৫ বা ২.৮৮(প্রায়) ★★

__উক্ত ২.৮৮ ই হলো আপনার CGPA।

ব্রি : দ্র: যারা ইমপ্রুভ বা রিটেকের পর নতুন পয়েন্ট পেয়েছেন, তারা ঐ বিষয়ের অাগের পয়েন্ট বাদ দিয়ে নতুন টা দিয়ে হিসাব করে নিবেন।

কত পেলে কোন গ্রেডঃ

* 80-100 = A+ = 4.00

* 75-79 = A =3.75

* 70-74 = A- = 3.50

* 65-69 = B+ = 3.25

* 60-64 = B = 3.00

* 55-59 = B- = 2.75

* 50-54 = C+ = 2.50

* 45-49 = C = 2.25

* 40-44 = D = 2.00

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

About Jahidul Islam

jahidul Islam palash BBA complete Comilla victory college.

Check Also

অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ সমস্যা ও সমাধান

অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৩ | ১ম বর্ষ ফলাফল দেখবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২১ সালের অনার্স প্রথম বর্ষের ফলাফল ১৮ এপ্রিল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। কিন্তু …

আমেরিকান ডিভি লটারিতে নিজেই আবেদন ফর্ম পূরণ করুন। DV Apply Now