২০১৮-১৯ সেশনে অনার্স ১ম বর্ষের কোটা ও ২য় মেধার মাইগ্রেশনের ফলাফল প্রকাশ…

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক কোটার মেধাতালিকা ও ২য় মেধার মাইগ্রেশন এর ফলাফল প্রকাশ।

উক্ত ফলাফল SMS (nu space athn space roll no টাইপ করে 16222 নম্বরে send) এর মাধ্যমে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইট http://app.nu.edu.bd/nu-web/applicantLogin.action
থেকে পাওয়া যাবে।
এ মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোন প্রাথী নিয়মিত প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৩০ অক্টোবর ২০১৮ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে।
কোটায় ও মাইগ্রেশন এ চান্স প্রাপ্ত ছাত্রছাত্রীরা নোট করো..
কোটায় চান্স প্রাপ্ত শিক্ষার্থীরাঃ

অনলাইনে ভর্তি ফরম পূরণের তারিখ : ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত।
কলেজ এ জমা দেয়ার তারিখ : ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত।

কলেজভেদে কত টাকা ও কি কি লাগবে এটা কলেজের নোটিশ দেখে জানতে পারবেন অথবা কলেজের ওয়েবসাইট এ দেওয়া থাকবে।

আর যারা কোটায় চান্স পাওয়ার পরেও ভর্তি হবেন না তারা পরবর্তিতে রিলিজ স্লিপে এপ্লাই করতে পারবে।

খুব সহজে নিজ শহরে চাকরি খুঁজতে সম্ভব এপস ডাউনলোড করুন!

এপস ডাউনলোড লিংক

error: Content is protected !! Admin