জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক কোটার মেধাতালিকা ও ২য় মেধার মাইগ্রেশন এর ফলাফল প্রকাশ।
উক্ত ফলাফল SMS (nu space athn space roll no টাইপ করে 16222 নম্বরে send) এর মাধ্যমে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইট http://app.nu.edu.bd/nu-web/applicantLogin.action
থেকে পাওয়া যাবে।
এ মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোন প্রাথী নিয়মিত প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৩০ অক্টোবর ২০১৮ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে।
কোটায় ও মাইগ্রেশন এ চান্স প্রাপ্ত ছাত্রছাত্রীরা নোট করো..
কোটায় চান্স প্রাপ্ত শিক্ষার্থীরাঃ
অনলাইনে ভর্তি ফরম পূরণের তারিখ : ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত।
কলেজ এ জমা দেয়ার তারিখ : ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত।
কলেজভেদে কত টাকা ও কি কি লাগবে এটা কলেজের নোটিশ দেখে জানতে পারবেন অথবা কলেজের ওয়েবসাইট এ দেওয়া থাকবে।
আর যারা কোটায় চান্স পাওয়ার পরেও ভর্তি হবেন না তারা পরবর্তিতে রিলিজ স্লিপে এপ্লাই করতে পারবে।