২০১৬-১৭ সেশনের ১ম বর্ষ পরীক্ষা
পরীক্ষা শুরু হবে আগামী ৯
অক্টোবর
প্রমোটেড ও নট প্রমোটেড সম্পর্কে
#পাস_মার্ক
পাস মার্ক তোমাদের ৪০% এ অর্থাৎ
যেকোনো সাবজেক্ট এর টোটাল
নম্বরের ৪০% পেলে তুমি ওই
সাবজেক্ট এ উত্তীর্ণ।একটু
বিস্তারিত বলি,যদি তোমার
কোনো সাবজেক্ট এর টোটাল নম্বর
১০০ হয় তাহলে পাস ৪০ এ।
এরকম ৮০ নম্বর হলে ৩২।
৭০ নম্বর হলে ২৮।
৬০ নম্বর হলে ২৪।
৫০ নম্বর হলে ২০।
এভাবে ২০ নম্বর থাকলে ৮ নম্বরে
পাস।
এখানে বলে রাখা দরকার
সাধারণত তোমাদের পূর্ন ৪
ক্রেডিটের টোটাল নম্বর ১০০
থাকে যার ২০ নম্বর ইনকোর্স থাকে
যার প্রতিটায় আলাদা আলাদা
ভাবে পাস করতে হয় অর্থাৎ ৮০ তে
৩২ এবং ২০ তে ৮ পেলেই কেবল তুমি
ওই সাবজেক্ট এ উত্তীর্ণ হবে নতুবা
নয়।
#Promoted &non promoted
কি কি ব্যাপার ঘটলে তুমি তোমার
অত্র ১ম বর্ষ থেকে ২য় বর্ষে
উত্তীর্ণ হতে পারবে না মানে ১বছর
নষ্ট হবে সেগুলো এখন আলোচনা
করবো।
১। ১ম বর্ষের পরীক্ষায় একাধিক
সাবজেক্ট এ অনুপস্থিত থাকলে তুমি
নট প্রমোটেড।
২।১টা সাবজেক্ট এ অনুপস্থিত এবং
সাথে আরেকটি সাবজেক্ট এ ফেইল
তাহলে তুমি নট প্রমোটেড।
৩।১ম বর্ষে তোমার টোটাল ৬ টা
সাবজেক্ট এর ভিতরে ৪টায় ফেইল
করলে তুমি নট প্রমোটেড।
৪।১টা সাবজেক্ট এ অনুপস্থিত এবং
বাকী সব গুলোয় পাস তাহলে তুমি
কন্ডিশনাল প্রমোটেড।(পরের
বছরের জন্য উত্তীর্ণ)
৫।৪টা সাবজেক্ট এর কম সাবজেক্ট
এ ফেইল বা পাস মানে তুমি
প্রমোটেড।
৬।৩ সাবজেক্ট এ পাস আর ৩ সাবজেক্ট এ ফেইল হলেও উত্তীর্ণ।
এসব ঘটনা যেভাবেই ঘটুক না
কেন,তোমার রেজাল্ট এ এইরকম
কথা গুলো লেখা থাকবে ফলে
তোমাকে পরের বছর আবার ১ম
বর্ষের পরীক্ষা গুলো দিতে হবে
অথবা ১ম বর্ষ থেকে ২য় বর্ষে
উত্তীর্ণ হতে পারবে না।
Tags National university Nu notice
Check Also
Masters Board Challenge 2024 | Masters Final Result Re-Scrutiny 2024
Regarding the application for the re-verification of the answer sheet of the Master’s final examination …