হাইড্রোকার্বন ইউনিট (hcu) , জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ। হাইড্রোকার্বন ইউনিটের রাজস্ব খাতভুক্ত কম্পিউটার অপারেটর এর শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে ২৯ জুন, ২০২৪ তারিখ জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি), নীলক্ষেত, ঢাকায় অনুষ্ঠিত কম্পিউটার মুদ্রাক্ষর গতি ও Standard Aptitude Test-এ উত্তীর্ণ প্রার্থীগণের ফলাফল।
হাইড্রোকার্বন ইউনিট নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪
প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতা সনদ, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, মুক্তিযোদ্ধা সনদ ও প্রত্যয়নপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) এবং আবেদনপত্রের সাথে দাখিলকৃত অন্যান্য সকল সনদের মূল কপি অবশ্যই সঙ্গে আনতে হবে। সকল সনদের ১(এক) সেট ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) ও মূল চারিত্রিক সনদপত্রসহ নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।