শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-এর নিজস্ব অর্থায়নে নিম্নবর্ণিত বিষয় ও পদে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা হচ্ছে। অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, ইনসেনটিভ (১০%-৩৫%), শ্রেণি শিক্ষক ভাতা ও নববর্ষ ভাতা দেওয়া হবে। এছাড়া চাকরি স্থায়ী হওয়া সাপেক্ষে বিধি মোতাবেক প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটি সুবিধা দেওয়া হবে।
আবেদনের তারিখ: ০১ এপ্রিল ২০২৪ থেকে ২১ এপ্রিল ২০২৪ তারিখ ২৪০০ ঘটিকা পর্যন্ত । বয়স: সর্বোচ্চ ৩৫ বছর, তবে শিক্ষকতা পেশায় অভিজ্ঞ প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য । চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের নিয়মাবলি: প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া কোন আবেদন গ্রহণ করা হবে না । আবেদনের পূর্বে প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষরের ইমেজ স্ক্যান কপি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঙ্গে রাখতে হবে ।
শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
আবেদনকারীকে ১ নং পদের জন্য ১০০০/- টাকা, ২ ও ৩নং পদের জন্য ৮০০/- এবং ৪ নং পদের জন্য ৫০০/- টাকা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। পরীক্ষা: প্রার্থীদের লিখিত, ব্যবহারিক, প্রদর্শন ক্লাস ও মৌখিক (Viva-Voce) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার রোল, তারিখ, সময় ও পরীক্ষার কেন্দ্রের নাম সম্বলিত প্রবেশ পত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার্থীকে জানিয়ে দেওয়া হবে। ওয়েবসাইটে প্রকাশিত প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। শর্তাবলী: প্রার্থীদেরকে উল্লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কোনো কারণ দর্শানো ব্যতিরেখে কর্তৃপক্ষ যেকোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।