রাষ্ট্রপতির কার্যালয়, জন বিভাগের বাছাই পরীক্ষার কেন্দ্র, সময়সূচী, আসন ব্যবস্থা এবং নির্দেশাবলি। রাষ্ট্রপতির কার্যালয়, জন বিভাগের ‘সহকারী প্রটোকল অফিসার’ (১০ম গ্রেড) পদের বাছাই (MCQ) পরীক্ষা। রাষ্ট্রপতির কার্যালয়, জন বিভাগের ‘সহকারী প্রটোকল অফিসার’ (১০ম গ্রেড) পদে বাছাই (MCQ) পরীক্ষার কেন্দ্র, সময়সূচী, আসন ব্যবস্থা এবং নির্দেশাবলি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাষ্ট্রপতির কার্যালয়, জন বিভাগের ‘সহকারী প্রটোকল অফিসার’ (১০ম গ্রেড) পদের প্রার্থীদের ১ (এক) ঘন্টা ব্যাপী বাছাই (MCQ) পরীক্ষার তারিখ ও সময়, কেন্দ্র ও আসন ব্যবস্থা এবং নির্দেশাবলি নিম্নে উল্লেখ করা হল। বাছাই (MCQ) পরীক্ষার তারিখ ও সময়, কেন্দ্র ও আসন ব্যবস্থা এবং নির্দেশাবলি।
পরীক্ষায় মোট ১০০ (একশত) টি প্রশ্ন থাকবে। পূর্ণমান হবে ১০০ (একশত)। পরীক্ষার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ০১ (এক) নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ (শূন্য দশমিক পঞ্চাশ) নম্বর করে কাটা হবে। পরীক্ষার পূর্ণ সময় ০১ (এক) ঘন্টা। প্রার্থীদেরকে বাংলা-২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)-২৫ এবং গণিত ও দৈনন্দিন বিজ্ঞান- ২৫টিসহ মোট ১০০ নম্বরের একটি সমন্বিত প্রশ্নপত্র প্রদান করা হবে। নির্ধারিত ০১ ঘন্টা সময়ের মধ্যে তাদেরকে ০৪ টি বিষয়ের ১০০ নম্বরের OMR FORM এ উত্তর প্রদান করতে হবে। উক্ত পদের পরীক্ষার্থীদের পরীক্ষার জন্য কোনো প্রবেশপত্র প্রেরণ করা হবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে/নষ্ট হলে কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিঃ এর http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করবেন।