রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতের নিম্নলিখিত পদসমূহ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত এবং স্থায়ী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমেটে Online portal (www.jobs.ruet.ac.bd) -এর মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে । বিজ্ঞাপিত পদসমূহের যোগ্যতা ও অভিজ্ঞতা, শর্তাবলী এবং আবেদনপত্রের নির্ধারিত ফরমেট রুয়েট ওয়েব-সাইট (www.ruet.ac.bd) হতে স্মারক নং ৪৭০২ তারিখঃ ০৫ মার্চ, ২০২৪ খ্রিঃ এর বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণপূর্বক হার্ড কপি সংস্হাপন শাখায় ০৬/০৪/২০১৪ খ্রিঃ তারিখে মধ্যে জমা দিতে হবে। Online এ আবেদনের সময় SSL সার্ভিসের মাধ্যমে ৬০০/= (ছয়শত টাকা) পরিশোধ করতে হবে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
আগ্রহী প্রার্থীদের আবেদনের নির্ধারিত ফরমেট ও CV (Proforma) অনুযায়ী Online portal (www.jobs.ruet.ac.bd) আবেদন করতে হবে। আবেদন পত্রের সাথে প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত কপি (ট্রান্সক্রিপ্টসহ শিক্ষাগত যোগ্যতা এবং নম্বরের শতকরা হার/ গ্রেড পয়েন্ট উল্লেখ করতে হবে) ও অভিজ্ঞতার সকল সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্র/পাসপোর্টের সত্যায়িত অনুলিপি এবং কোন প্রথম শ্রেণীর কর্মকর্তার নিকট হতে গৃহীত চারিত্রিক সনদপত্র স্ক্যান করে Online portal -এ Single PDF আকারে upload করতে হবে।
Online এ পূরনকৃত আবেদন ফরম download করে আনুসঙ্গিক সনদপত্রাদিসহ সহযোগী অধ্যাপক পদের জন্য মোট ১০ সেট এবং সহকারী অধ্যাপক পদের জন্য ৮সেট এর আবেদনপত্রের হার্ডকপি ০৬/০৪/২০২৪ খ্রিঃ তারিখের মধ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের সংস্হাপন শাখায় জমা প্রদান করতে হবে। আবেদনপত্র প্রেরণ করার সময় খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে (প্রয়োজ্য ক্ষেত্রে) প্রার্থীদের ন্যূনতম CGPA ৩.৭০ বা সমমান (সনাতন পদ্ধতির ৭০% নম্বর) থাকতে হবে এবং এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় CGPA ৫.০০ এর মধ্যে নূন্যতম ৪.০০ থাকতে হবে। তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে Non Attainable CGPA শিথিল করা যেতে পারে।