বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা কর্মসূচি’র ঋণের সেবামূল্যসহ অন্যান্য আয় হতে বেতন-ভাতাদি পরিশোধের শর্তে শূন্য পদ পূরণসহ প্যানেল তৈরীর জন্য নিম্নোক্ত সূচি মোতাবেক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষার প্রবেশপত্র, আবেদনের প্রার্থীর কপি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট, স্থায়ী ঠিকানার প্রমাণকের অনুকূলে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক ইস্যুকৃত নাগরিকত্ব সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সকল কাগজপত্রের ০১ (সেট) সত্যায়িত (১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক) ফটোকপি ও ২(দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের নির্ধারিত তারিখ ও সময়ের ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে।