ভূমি জরিপ অধিদপ্তরের কোন পদের কি কাজ সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করলাম, ভুল ক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভূমি জরিপ অধিদপ্তর বিভিন্ন পদের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করছি।
পদঃ সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটরঃ এটা কাজ সবার জানা। কম্পিউটার কাজ সবার জানা।
পদঃ সার্ভেয়ার
উঃ জমি-জমার মাপজোক, নকশা প্রস্তুত ইত্যাদি কাজে অভিজ্ঞ হয়ে থাকেন। কোন জমি নিয়ে সমস্যা দেখা দিলে এসি (ল্যান্ড) তাকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলে থাকেন।
পদঃ চেইনম্যান তিনি সাধারণত জমি মাপার কাজে সার্ভেয়ারকে সহায়তা করে থাকেন। ।
পদঃ ট্রাভার্স (Travers) সার্ভেয়ারঃ
উঃ কোন মৌজার ৩৩% এর বেশী প্লট পরিবর্তিত হলে একটি নতুন প্লেন সিটে ট্রাভার্স জরিপের মাধ্যমে নকশা প্রস্তুত করতে হয়। এরূপ সিটকে পি-৭০ সিট বলে। একজন ক্যাম্প অফিসারের নের্তৃত্বে ট্রাভার্স সার্ভেয়ার, কম্পিউটর ও কতিপয় খালাসীসহ একটি ট্রাভার্স দল গঠন করে ট্রাভার্স জরিপ সম্পন্ন করা হয়।ট্রাভার্স সার্ভেয়ার থিওডোলাইট যন্ত্রের সাহায্যে ট্রাভার্স ষ্টেশন চিহ্নিত করে বাঁশের খুঁটি পুঁতে দেন। চিহ্নিত বাঁশের খুঁটিগুলে কম্পিউটেশনের মাধ্যমে গোলাকার চাঁদা আকারে মোটা সিটে সন্নিবেশিত করে কিস্তোয়ার কাজ করার জন্য সিট গুলো সহকারী সেটেলমেন্ট অফিসারের নিকট সরবরাহ করা হয়।
পেশকারঃ উঃ জমির দাগ, খতিয়ান, মালিকানা সনদ ইত্যাদি প্রস্তুত করা ও বিতরণ করা।
রেকর্ড কিপারঃ উঃ রেকর্ড রুম থেকে প্রয়োজনীয় উপযুক্ত রেকর্ড এবং রিপোর্ট পুনরুদ্ধার করা। রেকর্ড পরিচালনায় সমস্ত বিভাগের সাথে সমন্বয় এবং সহযোগিতা করা। বিভিন্ন রেকর্ড, রিপোর্ট এবং নথির উপযুক্ত ডাটাবেস তৈরি করা।
পদঃ খারিজ সহকারী
উঃ সবার জানা থাকার কথা জমি কেনা বেচা হলে সেই জমি মালিকানা পরিবর্তন করতে হয় আর এই পরিবর্তন করতে বিভিন্ন রকম তথ্য দরকার হয় যে জমিটা সঠিক ভাবে কেনা বেচা হয়েছে কি না এর পরেও মালিক পরিবর্তন করা কে খারিজ সহকারী হিসেবে কাজ করা।
পদঃ যাঁচ মোহনার
উঃ যাঁচ মোহনার অর্থ লেখক বা করণিক মতো কাজ সাধারণত জমির উপর বিভিন্ন মামলা হলে সে গুলির আবেদন পত্র লেখা বা মামলার বিভিন্ন রকমের কাগজপত্র প্রস্তুত করতে সহায়তা করা বিভিন্ন রকম ভুল ধরিয়ে দেওয়া।
পদঃকপিষ্ট কাম বেঞ্চ সহকারী
উঃ জমির নামজারি সহকারে বিভিন্ন বিষয়ে উপর ভূমি অফিসে মামলা হয় বা অভিযোগ পরে সেই মামলা বা অভিযোগ গুলি উপরে শুনানি হয় সেই শুনানির সময় বিচারকের কাজে সহায়তা করা সহকারে অফিসে আরও ছোট ছোট কাজ করা।
পদঃ অফিস সহায়ক
উঃ সবার জানা
চেইনম্যান
উঃ সার্ভেয়ার কে সহায়তা করা এবং অফিসে ছোট ছোট বিভিন্ন ধরনের কাজ করা।