যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিম্মোক্ত পদগুলো পূরণের নিমিত্তে বর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীকে career.just.edu.bd ওয়েব সাইটে গিয়ে ইন্টারনেট ব্যাংকিং/মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করে আগামী ১৬/০৪/২০২৪খ্রি. তারিখ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন করা ও ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী https://career.just.edu.bd/docs/how-to-apply.pdf এই লিংক-এ পাওয়া যাবে ।
প্রার্থীগণকে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটঃ www.just.edu.bd গিয়ে যোগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করতে হবে। প্রার্থীকে অনলাইনে আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্রের Scanned copy সংযুক্ত করতে হবে- (ক) শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রশিক্ষণ সংক্রান্ত ও অন্যান্য সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র ও নম্বরপত্র (খ) সদ্য তোলা ৩০০*৩০০ পিক্সেল ও অনূর্ধ ২০০ কিলোবাইট সাইজের ছবি (গ) জাতীয় পরিচয় পত্র (ঘ) নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র (ঙ) যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) । সকল প্রার্থীর ক্ষেত্রে কোন একাডেমিক পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড গ্রহণযোগ্য নয়। চাকুরীতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদপত্র (নির্ধারিত সময়ের পর) গ্রহণ করা হবে না। বয়স গণনার ক্ষেত্রে আবেদন জমার শেষ তারিখ পর্যন্ত হিসাব করতে হবে। অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি বাবদ ক্রমিক নং- ০১ ও ০২ এর জন্য ১১০০/-, ক্রমিক নং-০৩ এর জন্য ১০০০/- এবং ক্রমিক নং ০৪ এর জন্য ৯০০/- টাকা ইন্টারনেট ব্যাংকিং/ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪