৩৫ পদে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মাদারীপুর সদর এ নিয়োগ বিজ্ঞপ্তি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের ০৩ জুলাই ২০১৭ তারিখের প্রজ্ঞাপনমূলে এস, আর, ও নং ২৩২- আইন/২০১৭ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন) ইউনিয়ন পরিষদ গ্রামপুলিশ বাহিনী গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকুরির শর্তাবলী সম্পর্কিত বিধিমালা, ২০১৭ মোতাবেক মাদারীপুর সদর উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট চেয়ারম্যানদের লিখিত চাহিদা অনুযায়ী ইউনিয়ন পরিষদের নামের পার্শ্বে উল্লিখিত ওয়ার্ডসমূহে মহল্লাদার (গ্রামপুলিশ) এর শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে মাদারীপুর সদর উপজেলাধীন নিম্নোক্ত ইউনিয়নের স্ব-স্ব ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্র আগামী ২০ মার্চ ২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুর সদর বরাবর ডাকযোগে/সরাসরি জমা দেওয়া যাবে। নির্ধারিত তারিখের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না। শূন্য পদের বিবরণ নিম্নরূপ।