২০২৩ সনের ছাড়পত্রের আলোকে জেলা পর্যায়ে নিয়োগযোগ্য ০৮ (আট) ক্যাটাগরির ১১-২০তম গ্রেডের (পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেণী) শূন্যপদে জনবল নিয়োগ কার্যক্রম পরিচালনা সংক্রান্ত। উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, ২ নম্বর সূত্রোন্ত পত্রের মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ১১-২০তম গ্রেডের (পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেণী) জেলা পর্যায়ে নিয়োগযোগ্য ০৮ ক্যাটাগরির
[পরিবার কল্যাণ পরিদর্শিকা-১৪৩৬টি, পরিবার পরিকল্পনা সহকারী-৯৮টি, পরিবার পরিকল্পনা পরিদর্শক-৩১৫টি, পরিবার কল্যাণ সহকারী – ৩৯০১টি, অফিস সহায়ক-১৭৪টি, এমএলএসএস/নিরাপত্তা প্রহরী-৪২৭টি, আয়া-৭৯১টি ও নিরাপত্তা প্রহরী-২৩টি] মোট ৭১৬৫টি শূন্যপদ পূরণের ছাড়পত্র পাওয়া গিয়েছে (কপি সংযুক্ত)।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ২২.০২.২০২৪ খ্রি: তারিখের ৮৫ নম্বর স্মারকের পত্রে তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ের ২০.০৭.২০১০ খ্রিঃ তারিখে ০৫.১৭০.০২২.২০,০০,০৫১.২০১০- ২৬৬ নম্বর আদেশে বর্ণিত কমিটি কর্তৃক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন ১১-২০তম (পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেণি) গ্রেডের জনবল নিয়োগের কার্যক্রম আগামী ৩০.০৪.২০২৪ খ্রি: তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে (কপি সংযুক্ত)।
উল্লেখ্য, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মহোদয়ের সভাপতিত্বে গত ১০.১০.২০২১ খ্রি: তারিখে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত-৪ অনুযায়ী “যে সকল পদের নিয়োগ কার্যক্রম জেলা বাছাই/নিয়োগ কমিটির এখতিয়ারভুক্ত, সে সকল পদে নিয়োগের ক্ষেত্রে প্রশ্নপত্র প্রণয়ন, লিখিত পরীক্ষা গ্রহণ, লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ণ, মৌখিক পরীক্ষা গ্রহণসহ যাবতীয় কার্যক্রম জেলা কমিটি বাস্তবায়ন করবে”।
উক্ত জনবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে এতদসংগে জনবল নিয়োগের ছাড়পত্র, নমুনা বিজ্ঞপ্তি, জেলাভিত্তিক পদ বিভাজন, নিয়োগ সংক্রান্ত নির্দেশাবলী ও কর্মপরিকল্পনা প্রেরণ করা হলো। এমতাবস্থায়, বর্ণিত ০৮ (আট) ক্যাটাগরির শূন্য পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা, সংশ্লিষ্ট নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে অবহিত করার স্বার্থে নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপ নিয়মিতভাবে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।