১৮১ পদে সিভিল সার্জন এর কার্যালয়, বাগেরহাটে নিয়োগ বিজ্ঞপ্তি। স্বাস্থ্য ও পরিবার কলাণ মন্ত্রণালয়র, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন-১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর তারিখ ১৮/০১/২০২৪খ্রিঃ মোতাবেক প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে সিভিল সার্জন কার্যালয়, বাগেরহাট ও এর নিয়ন্ত্রনাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে ২০১৮খ্রিঃ সনের নিয়োগ বিধির আলোকে নিম্ন বর্নিত শূন্য পদ সমুহে জাতীয় বেতন স্কেল-২০১৫খ্রিঃ অনুযায়ী রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে পূর্বতন ৩য় শ্রেণীর(১৩-১৬গ্রেড) জনবল নিয়োগের লক্ষ্যে বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্ন বর্নিত শর্ত সাপেক্ষে http://csbagerhat.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইন (Online) এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online)ব্যতীত কোন দরখাস্ত গ্রহন করা হবেনা ।
বাগেরহাট সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Bagerhat Civil Surgeon Office Job Circular 2024
আগ্রহী প্রার্থীগণ http://csbagerhat.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদন ফরম পূরণ করতে পারবেন। অন্য কোন ভাবে দাখিলকৃত বা প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র লিখিত,মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে। আগ্রহী প্রার্থীগণ http://csbagerhat.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন । ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক আবেদন ফরম পূরণ করতে হবে। Online-এ আবেদন ফরম পূরণ ও আবেদন ফি জমাদান শূরুর তারিখ ও সময় ২৮/০২/২০২৪খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা। Online-এ আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ও সময় ১৯/০৩/২০২৪খ্রিঃ বিকাল ০৪.০০ ঘটিকা । উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
Online-এ আবেদন ফরমে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য৩০০x গ্রন্থ ৩০০) Pixel ও স্বাক্ষর(দৈর্ঘ্য৩০০x গ্রন্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। Online আবেদন ফরম-এ পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে,সেহেতু Online-এ আবেদন ফরম Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদন ফরম এর একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। Online-এ আবেদন ফরম ( Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি ও স্বাক্ষর Upload করে আবেদন ফরম Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।
যদি Applicants Copy -তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো /সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি ও স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পূনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy -তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি,নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি Download পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং এ User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ গ্রেড ১৩ থেকে ১৬ পর্যন্ত পদের জন্য ২০০/- (দুইশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩/-(তেইশ) টাকাসহ মোট(অফেরতযোগ্য) ২২৩/- (দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online আবেদন ফরম এর সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online- এর আবেদন ফরম কোন অবস্থাতেই গৃহীত হবে না ।