লালমনিরহাট পৌরসভা, জেলা-লালমনিরহাট এর কর্মচারী নিয়োগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখার স্মারক নং-৪৬.00.0000.063.11.001.১৫-১১৫, তারিখ: ৩০ জানুয়ারী ২০২৪খ্রি. পত্রে ছাড়পত্রের আলোকে বিভিন্ন নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে কর্মচারী নিয়োগের নিমিত্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট হতে নিম্নে উল্লেখিত শর্তে স্ব-হস্তে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বহস্তে লিখিত আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা/স্বামী, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, ই-মেইল নং, জন্মতারিখ, বয়স (২৮/০২/২০২৪ খ্রি: তারিখে), জাতীয়তা বৈবাহিক অবস্থা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ১০ x ৪” সাইজের ১০/-(দশ) টাকা মূল্যমানের ডাকটিকিট সহ খামের ডানপাশে আবেদনকারীর ঠিকানা সম্বলিত একটি ফেরত খাম, কোটা (যদি থাকে) উল্লেখপূর্বক আবেদনপত্র মেয়র, লালমনিরহাট পৌরসভার অনুকূলে আগামী ২৫/০৩/২০২৪খ্রি. তারিখের মধ্যে রেজিঃ ডাকযোগে লালমনিরহাট পৌরসভা কার্যালয়ে পৌঁছাতে হবে।
প্রার্থীর বয়স ২৮/০২/২০১৪ খ্রি. তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ১৮-৩২ বৎসর, নাতি-নাতনি ক্ষেত্রে এ বিষয়ে সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবদেনপত্র আগামী ২৫/০৩/২০২৪ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় ( বিকাল ৪-০০ ঘটিকার মধ্যে) কেবলমাত্র রেজিঃ ডাকযোগে লালমনিরহাট পৌরসভা কার্যালয়ে পৌঁছাতে হবে। ক্রমিক নং-১ হতে ৩ নং পদের আবেদনকারীকে ৩০০/- টাকা এবং ক্রমিক নং-৪ হতে ৭নং পদের আবেদনকারীকে ২০০/- টাকা আবেদনপত্রের সাথে যে কোন তফসিলি ব্যাংক হতে “মেয়র, লালমনিরহাট পৌরসভা” পৌরসভার অনুকূলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সঙ্গে সংযুক্ত করতে হবে।