বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ৬ষ্ঠ গ্রেডভুক্ত প্রোগ্রামার এবং রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ৬ষ্ঠ গ্রেডভুক্ত প্রোগ্রামার এবং রক্ষণাবেক্ষণ প্রকৌশলী [নিয়োগ বিজ্ঞপ্তির নম্বর : ১৫৯, তারিখ: ০৪.০৯.২০২৩; ক্রমিক নম্বর- ৬১ এবং ৬০] পদে অনলাইনে রেজিস্ট্রেশনকারী ও নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ১(চ) অনুযায়ী BPSC Form- 5A [Applicant’s Copy] জমা প্রদানকারী প্রার্থীদের মধ্য হতে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নলিখিত তারিখ ও সময়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
কমিশন কর্তৃক প্রোগ্রামার (৬ষ্ঠ গ্রেড) এবং রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (৬ষ্ঠ গ্রেড) পদে ০৪.০৯.২০২৩ তারিখে জারিকৃত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের রেজিস্ট্রেশনকৃত Applicant Copy, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ এবং অভিজ্ঞতার সনদপত্র মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত মূল ছাড়পত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। কোন প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৪