ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ১৩তম গ্রেডের সাঁট-লিপিকার অপারেটর এর ০১(এক)টি, ১৪তম গ্রেডের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এর ০১(এক)টি, ১৬তম গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর ০১(এক)টি, ১৬তম গ্রেডের এসিস্ট্যান্ট একাউন্ট্যান্ট এর ০২(দুই)টি ও ১৬তম গ্রেডের ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর এর ০৮(আট)টি মোট ১৩ (তের)টি শুন্য পদের জন্য অপেক্ষমান তালিকা হতে নিয়োগের জন্য মনোনীত প্রার্থীদের রোল নম্বর নিম্নে প্রদান করা হলো।
ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট অধিদপ্তর প্যানেল ফলাফল ২০২৪
অপেক্ষমান তালিকা হতে মনোনীত প্রার্থীদের উপপরিচালক (প্রশাসন) (কক্ষ নং-৭০০৬) এর নিকট আগামী ০৩ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় যোগদানের জন্য অনুরোধ করা হলো। যোগদানের সময় যে সকল কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে;
- ক) লিখিত যোগদানপত্র;
- খ) মূল প্রবেশপত্র ও এপ্লিকেন্ট কপি (রঙ্গিন);
- গ) নিজ জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত সক্ষমতা সনদ (মূল কপি);
- ঘ) সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি ০২(দুই) কপি: সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, কম্পিউটার/ শর্টহ্যান্ড দক্ষতা সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এর সত্যায়িত ফটোকপি;
- ঙ) সরকারি/আধা-সরকারি সংস্থায় কর্মরত থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছাড়পত্র ।