ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

১৯৯৪ সালের কোম্পানি আইনে নিবন্ধনকৃত ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এর ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট হতে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ব্যবস্থাপনা পরিচালক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যিনি পরিচালক পর্ষদ কর্তৃক নিযুক্ত হবেন। তিনি ফাউন্ডেশনের সংঘবিধি ও অন্যান্য বিধি-বিধানের আওতায় কার্যসম্পাদন করবেন এবং কার্যাবলীর জন্য তিনি পরিচালক পর্ষদের নিকট দায়বদ্ধ থাকবেন ।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

সর্বসাকুল্যে মাসিক ২,৫০,০০০/- টাকা। এছাড়া ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন । প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ ০৩ (তিন) বছর। তবে, ০৬ (ছয়) মাস চাকুরি সম্পূর্ণ হওয়ার পর কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে অবশিষ্ট সময়ের জন্য চুক্তি অনুমোদন (Confirm করা হবে। চাকুরিরত প্রার্থীগণকে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পত্রের সাথে সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি এবং ‘এসএমই ফাউন্ডেশন জেনারেল অ্যাকাউন্ট এর অনুকূলে ১,০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

অসম্পূর্ণ আবেদনপত্র অথবা আবেদনপত্রের সাথে উল্লিখিত যেকোন ডকুমেন্ট সংযুক্ত না করা হলে উক্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ৪:০০ টার মধ্যে চেয়ারপার্সন, এসএমই ফাউন্ডেশন, পর্যটন ভবন (লেভেল ৬ ও ৭), ই-৫/সি-১, আগারগাঁও, ঢাকা-১২০৭ বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে। ফাউন্ডেশন সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য www.smef.gov.bd ভিজিট করুন। এসএমই ফাউন্ডেশন এই নিয়োগ বিজ্ঞপ্তির আংশিক এবং/অথবা সম্পূর্ণ পরিবর্তন/বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …