মেডিকেল টেকনিশিয়ান (ইসিজি/এনেসথেসিয়া/ডায়ালাইসিস/বায়োমেডিকেল/ইটিটি/ইকো) এবং কার্ডিওগ্রাফার এর শুন্য পদে অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ । স্বাস্থ্য অধিদপ্তরের ১৬.০৩.২০২২ খ্রি: তারিখের স্বাঃ অধিঃ/প্রশা-২/মেডিঃটেকঃ/কার্ডওগ্রাফার নিয়োগ/২০২০(অংশ-২)/১০২৪ স্মারে মেডিকেল টেকনিশিয়ান (ইসিজি / এনেসথেসিয়া / ডায়ালাইসিস/বায়োমেডিকেল/ ইটিটি/ইকো) এবং কার্ডিওগ্রাফার নিয়োগ বিজ্ঞপ্তি জার েকরা হয়। জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ০৩.০৮.২০২৩ তারিখ উক্ত পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদানের জন্য নবসৃজিত পদে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়। সামিয়কভাবে নিয়োগ প্রদানকৃতদের মধ্যে উক্ত পদ সমূহে যোগদান না করাসহ অন্যান্য কারণে শুন্য ঘোষিত পদসমূহে বিভাগীয় নির্বাচন কমিটি কর্তৃক ইতপূর্বে প্রস্তুতকৃত অপেক্ষমান তালিকা হতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৬.২২-৯৬ তারিখঃ ১৭.০৪.২০২৩ ইং পরিপত্র মোতাবেক হতে নিম্নবর্ণিত পদ ও রোল নম্বরধারীগণকে নিয়োগের জন্য বিভাগীয় নির্বাচন কমিটি কর্তৃক সাময়িকভাবে সুপারিশ করা হলো।
স্বাস্থ্য অধিদপ্তরের প্যানেল (অপেক্ষমান তালিকা) নিয়োগ প্রদান ২০২৪
যোগদানের তারিখ ও পদায়িত কর্মস্থলসহ অন্যান্য নির্দেশনাবলী অনতিবিলম্বে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থী কর্তৃক দাখিলকৃত কোনো তথ্য ও সনদ যে কোনো পর্যায়ে ভুল বা জাল প্রমানিত হলে অথবা তার বিরুদ্ধে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে সংশ্লিষ্ট পদে নিয়োগ বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।