আনসার অধিশাখা-১ এর স্মারক নং-৪৪.০৩.০০০০.১১৪.০২.০০১.২০১১-১৩৩, তারিখ-০৯/০৭/২০১৫ জি ও জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আনসার-১ শাখা এর স্মারক নং-৪৪,০৩,০০০০১১৪.০২.০০১.১১-১৩৮, তারিখ ২৬/০১/২০২৩ খ্রিঃ মূলে গঠিত বিভাগীয় নির্বাচন কমিটি কর্তৃক সুপারিশকৃত প্রার্থীগণ অত্র অধিদপ্তরের থানা/উপজেলা প্রশিক্ষক এবং উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা” এর শূন্য পদে নিয়োগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারীকৃত আনসার ও ভিডিপি অধিদপ্তরের নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১০ এর অনুচ্ছেদ ৪ এর (৪) (গ) মোতাবেক ৬ (ছয়) মাসের মৌলিক প্রশিক্ষণ কোর্স সফলতার সাথে সম্পন্ন করায় আনসার-ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর এর স্মারক নং- ৪৪,০৩,০০০০,১০৪,৩৩,০০৭,২৪-৮৯, তারিখ ২৩/০১/২০১৪ খ্রিঃ মূলে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে নিয়োগ বিধি এবং প্রচলিত অন্যান্য বিধি অনুসারে
২০১৫ সনের জাতীয় বেতন স্কেলের ১৫ তম গ্রেড টাকা ৯৭০০-২৩৪৯০/- টাকা এবং সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদানের শর্তেনিম্নবর্ণিত ২৯৪ (দুইশত চুরানব্বই) জন প্রার্থীকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর থানা/উপজেলা প্রশিক্ষক এবং উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা” এর শূন্য পদে অস্থায়ীভাবে নিয়োগ ও পদায়ন করা হলো।