বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রে অনুষ্ঠান ঘোষক ঘোষিকা তালিকাভুক্তকরণের লক্ষ্যে অনুষ্ঠিত কন্ঠস্বর পরীক্ষা
২০২৪-এর ফলাফল। সূত্র: ১) বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের 15.53.4700.106.66.0016.23.548 নম্বর পত্র, তারিখ: ০৯.০১.২০২৪ খ্রিষ্টাব্দ, ২) বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের 15.53.4700.106.66.0016.23.৫৪৯ নম্বর পত্র, তারিখ: ০৯.০১.২০২৪ খ্রিষ্টাব্দ। উপর্যুক্ত বিষয় ও সূত্রালোকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের ঘোষক-ঘোষিকা তালিকাভুক্তকরণের লক্ষ্যে গত ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ অনুষ্ঠিত কন্ঠস্বর পরীক্ষার অডিশন বোর্ড ২৭ (সাতাশ) জন প্রার্থীকে উত্তীর্ণ হিসেবে সুপারিশ করেছে। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা নিম্নরূপ : (মেধাক্রমানুসারে নয়)।
উত্তীর্ণ প্রার্থীগণ বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের গ শ্রেণির অনুষ্ঠান ঘোষক-ঘোষিকা হিসেবে তালিকাভুক্ত হবেন এবং যথাযথ যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নিয়মিতভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।