বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল( টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল সম্প্রতি ১ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদটির যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদটির জন্য আবেদন শুরু ১৯-০১-২০২৪ থেকে । আবেদন করা যাবে ০৭-০২-২০২৪ পর্যন্ত। ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং: অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে হতে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং-এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test (PET)-এর জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য SMS-এর মাধ্যমে প্রেরণ করা হবে।
এ ক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তৎক্ষণাৎ অনুসরণ করা বাঞ্চনীয়। ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশকরত সিরিয়াল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত Admit Card for Physical Endurance Test ডাউনলোড করে ০২ কপি প্রিন্ট করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (দৌড়, পুশ-আপ, লং-জাম্প, হাইজাম্প, ছাগিং, রোপ ক্লাইমিং ইত্যাদি)-এ অংশগ্রহণ করতে হবে। YouTube Bangladesh Police-এর Official Channel, Bangladesh Police-এর Verified Facebook Page 4 Bangladesh Police Website http://www.police.gov.bd- Physical Endurance Test (PET) সংক্রান্ত একটি অনুশীলন ভিডিও আপলোড করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ pdf Download
আগ্রহী প্রার্থীগণ ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। লিখিত পরীক্ষা: শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test-এ উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test-এর ফলাফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল হতে নিম্নবর্ণিত ধাপ অনুসরণকরত লিখিত পরীক্ষার ফি বাবদ ১২০/- (একশত বিশ টাকা) জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শারীরিক মাপ,কাগজপত্র যাচাই ও Physical Endurance Test-এ উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে ১২০/- (একশত বিশ টাকা) ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রি-পেইড মোবাইল হতে ২টি SMS Send করতে হবে।