সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের গ্রেড ও বেতন স্কেল উন্নীতকরণ বিজ্ঞপ্তি ২০২৪। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিরাজমান বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বেতন স্কেল (গ্রেড) উন্নীতকরণ। নির্দেশিত হয়ে অর্থ বিভাগের ০৭ নভেম্বর ২০১১ তারিখের ০৭.০০.০০০০.১৬১,৩৮,০০,০০১.১৭.৩০ সংখ্যক পত্রের সম্মতিক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিনঘরের মাঠ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে সহকারী শিক্ষক পদের বেতনস্কেল নিম্নোক্তভাবে শর্তসাপেক্ষে উন্নীতকরণ করা হলো।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড ও বেতন স্কেল উন্নীতকরণ বিজ্ঞপ্তি ২০২৪
শর্তাবলীঃ
(ক) উপরের ছকের ৪নং কলামে নির্ধারণকৃত বেতন গ্রেড ৫ নং কলানে প্রদর্শিত যোগ্যতা / অভিজ্ঞ কার্যকর হবে;
(খ) এ বিষয়ে বিদ্যমান সকল বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
১. এতদসংক্রান্ত ব্যয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১২৪০২০১-৩১১১২০১- বেতন ভাতাদি খাতে বরাদ্দকৃত অর্থহতে মিটানো হবে।
২. যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো এবং জারির তারিখ হতে এ আদেশ কার্যকর হবে।