চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন নিয়োগ পরীক্ষার সময়সূচী ২০২৪

সমাজসেবা অধিদফতরে (dss) এর অধীনে চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (CSPB) প্রকল্প এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী। সিএসপিবি প্রকল্পের আওতায় শিশুসুরক্ষা সমাজকর্মী ও সাইকোসোস্যাল কাউন্সেলর পদের অনুষ্ঠেয় পরীক্ষা সংক্রান্ত নোটিশ “শিশুসুরক্ষা সমাজকর্মী” ও “সাইকোসোস্যাল কাউন্সেলর” পদে আবেদনের বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে, গত ২২/০৯/২০২৩ তারিখে ৪1.01.0000.022.11.011.22.256 বিজ্ঞপ্তি মোতাবেক প্রাপ্ত আবেদনসমূহের লিখিত পরীক্ষা আগামী ২০ জানুয়ারি ২০২৪ তারিখ সকাল ১১:০০ ঘটিকা থেকে ১২:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রার্থীগণকে পূর্বে টেলিটক হতে প্রাপ্ত ইউজার আইডি ও পাস ওয়ার্ড ব্যবহার করে টেলিটক এর http://cspb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হল।
প্রবেশপত্র সফলভাবে ডাইনলোড করার ক্ষেত্রে বিজ্ঞাপনের ১৩ নং ক্রমিকের সংশ্লিষ্ট অংশ এবং টেলিটকের এসএমএস অনুসরণ করার জন্য পরামর্শ প্রদান করা হলো।

 

চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন নিয়োগ পরীক্ষার সময়সূচী ২০২৪

চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন নিয়োগ ২০২৩

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৪

মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতে নক্সাকার, বাবুর্চি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সেকেন্ড ড্রাইভার, তথ্য সংগ্রহ সহকারী, কার চালক, পাম্প …