সমাজসেবা অধিদফতর (dss) এর অধীনে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি। চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২ সমাজসেবা অধিদফতর (৮ম তলা) ই-৮/বি-১, আগারগাঁও, ঢাকা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতর এর মাধ্যমে পরিচালিত ইউনিসেফ বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত সিএসপিবি প্রকল্প, ফেইজ-২ (মেয়াদকাল ডিসেম্বর ২০২৪ পর্যন্ত) এর নিম্নলিখিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্ন লিখিত শর্তে (Walk-In-Interview) দরখাস্ত আহবান করা যাচ্ছে।
সমাজসেবা অধিদফতর সিএসপিবি প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
শতাবলীঃ
১। আগামী ১৭/০১/২০২৪ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় সিএসপিবি প্রকল্প অফিস, রুম নং ৮০১, সমাজসেবা অধিদফতর (৮ম তলা), আগারগাঁও, ঢাকায় বাছাইকৃত প্রার্থীদের Walk-In-Interview অনুষ্ঠিত হবে।
২। আগ্রহী প্রার্থীদেরকে আবেদন পত্র, Curriculum vitae (CV), সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, অভিজ্ঞতার সনদ, ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয় পত্রের কপিসহ যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।
৩। Walk-In-Interview এ অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
৪। আবেদনপত্র গ্রহণ, বাছাই ও নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৫। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যাতিরেকে এ প্রক্রিয়া বাতিল/স্থগিত/পরিবর্তন ও হ্রাস-বৃদ্ধি করার পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করেন।
৬। নিয়োগ বিজ্ঞপ্তিটি সমাজসেবা অধিদফতরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.dss.gov.bd) পাওয়া যাবে।