পরিবার কল্যাণ পরিদর্শিকা (১০৮০ পদ) নিয়োগ পরীক্ষা বাতিল ২০২৪

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১০ মার্চ ২০২০ খ্রি: তারিখের ৫৯,১১,০০০0,152.11.002.20-69৬ সংখ্যক স্মারকমূলে প্রকাশিত পরিবার কল্যাণ পরিদর্শিকা (প্রশিক্ষণার্থী) মনোনয়ন বিজ্ঞপ্তির আলোকে আবেদকারীদের লিখিত পরীক্ষা ১৮/০২/২০২৩ খ্রি: তারিখে গ্রহণ
করা হয়। পরবর্তীতে ১১ মে ২০২৩ খ্রি: তারিখের ৫৯.11.0000.152.11.027.22 (অংশ-১)-১৬২০ সংখ্যক স্মারকমূলে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

তৎপরবর্তীতে ১৫ মে ২০২৩খ্রি: তারিখের 59.11.0000.152.11.০২০.২২-১৬৬১ সংখ্যক স্মারকমূলে ২৫/০৫/২০২৩ খ্রি: তারিখ হতে ১৮/০৬/২০২৩ খ্রি: তারিখ পর্যন্ত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষায় অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ০৭ আগষ্ট ২০২৩ খ্রি: তারিখের 59.11.0000.153.27.102.23.367 সংখ্যক স্মারকমূলে দাখিলকৃত চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৩ ডিসেম্বর ২০২৩ স্মারক নম্বর ৫৯.০০.০০০০. 104.27.001.23.1515 সংখ্যক পত্রের পর্যবেক্ষণ ও পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) প্রশিক্ষণার্থী মনোনয়ন সংক্রান্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন বিভাগীয় নির্বাচন কমিটির ১১ জানুয়ারি ২০২৪ তারিখের সভার মতামত/সিদ্ধান্তের আলোকে বর্ণিত পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) প্রশিক্ষণার্থী মনোনয়ন প্রক্রিয়া বাতিল করা হলো।

উল্লেখ্য, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১০ মার্চ ২০২০ খ্রি: তারিখের 59.11.0000.152.11.০০২.২০-৬৯৬ সংখ্যক স্মারকমূলে প্রকাশিত পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) প্রশিক্ষণার্থী মনোনয়ন বিজ্ঞপ্তির আওতায় আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা যথাশীঘ্র সম্ভব বিধি মোতাবেক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক পুনরায় গ্রহণ করা হবে। পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) প্রশিক্ষণার্থী মনোনয়ন বিষয়ে পরবর্তী কার্যক্রম আবেদনকারীদের অবহিত করা হবে।

 

পরিবার কল্যাণ পরিদর্শিকা (১০৮০ পদ) নিয়োগ পরীক্ষা বাতিল ২০২৪

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

dgfp admit card 2022 - District Family Planning Admit Card and Exam Date

পরিবার পরিকল্পনা অধিদপ্তর জেলা ভিত্তিক শূন্য পদের তালিকা ২০২৪

২০২৩ সনের ছাড়পত্রের আলোকে জেলা পর্যায়ে নিয়োগযোগ্য ০৮ (আট) ক্যাটাগরির ১১-২০তম গ্রেডের (পূর্বতন ৩য় ও …