এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১০ মার্চ ২০২০ খ্রি: তারিখের ৫৯,১১,০০০0,152.11.002.20-69৬ সংখ্যক স্মারকমূলে প্রকাশিত পরিবার কল্যাণ পরিদর্শিকা (প্রশিক্ষণার্থী) মনোনয়ন বিজ্ঞপ্তির আলোকে আবেদকারীদের লিখিত পরীক্ষা ১৮/০২/২০২৩ খ্রি: তারিখে গ্রহণ
করা হয়। পরবর্তীতে ১১ মে ২০২৩ খ্রি: তারিখের ৫৯.11.0000.152.11.027.22 (অংশ-১)-১৬২০ সংখ্যক স্মারকমূলে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
তৎপরবর্তীতে ১৫ মে ২০২৩খ্রি: তারিখের 59.11.0000.152.11.০২০.২২-১৬৬১ সংখ্যক স্মারকমূলে ২৫/০৫/২০২৩ খ্রি: তারিখ হতে ১৮/০৬/২০২৩ খ্রি: তারিখ পর্যন্ত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষায় অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ০৭ আগষ্ট ২০২৩ খ্রি: তারিখের 59.11.0000.153.27.102.23.367 সংখ্যক স্মারকমূলে দাখিলকৃত চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৩ ডিসেম্বর ২০২৩ স্মারক নম্বর ৫৯.০০.০০০০. 104.27.001.23.1515 সংখ্যক পত্রের পর্যবেক্ষণ ও পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) প্রশিক্ষণার্থী মনোনয়ন সংক্রান্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন বিভাগীয় নির্বাচন কমিটির ১১ জানুয়ারি ২০২৪ তারিখের সভার মতামত/সিদ্ধান্তের আলোকে বর্ণিত পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) প্রশিক্ষণার্থী মনোনয়ন প্রক্রিয়া বাতিল করা হলো।
উল্লেখ্য, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১০ মার্চ ২০২০ খ্রি: তারিখের 59.11.0000.152.11.০০২.২০-৬৯৬ সংখ্যক স্মারকমূলে প্রকাশিত পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) প্রশিক্ষণার্থী মনোনয়ন বিজ্ঞপ্তির আওতায় আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা যথাশীঘ্র সম্ভব বিধি মোতাবেক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক পুনরায় গ্রহণ করা হবে। পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) প্রশিক্ষণার্থী মনোনয়ন বিষয়ে পরবর্তী কার্যক্রম আবেদনকারীদের অবহিত করা হবে।