রাজশাহী জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল, রাজশাহী-এর নিম্নবর্ণিত শূন্যপদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে আগ্রহী
ও যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে বর্ণিত শর্তসাপেক্ষে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
রাজশাহী অপরাধ দমন ট্রাইব্যুনাল কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
১। আবেদন করতে হবে চাকরির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত নমুনা ছকে (www.mopa.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে), পূরণকৃত আবেদন ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে/
সরাসরি নিম্নস্বাক্ষরকারীর বরাবরে পাঠাতে হবে। খামের উপর আবেদনকৃত পদের নাম, নিজ জেলা এবং প্রযোজ্য ক্ষেত্রে চাহিত কোটা উল্লেখ থাকতে হবে। অত্র নিয়োগের ক্ষেত্রে সকল কোটা রক্ষা করা
হবে। অনলাইনে কোন আবেদন করা যাবে না।
২। আগামী ০৪/০২/2024 ইং তারিখ অফিস সময়ের পর (অপরাহ্ণ ৫.০০ ঘটিকার পর) প্রাপ্ত কিংবা অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৩। আবেদনকারীর ন্যূনতম বয়স ১৮ (আঠারো) পূর্ণ হতে হবে এবং সর্বোচ্চ বয়স ৩০ বছর পর্যন্ত তবে মুক্তিযোদ্ধা পোষ্যদের বয়স ৩২ (বত্রিশ) পর্যন্ত শিথিলযোগ্য। সর্বোচ্চ বয়স গণনায় সর্বশেষ তারিখ
09/01/2014 ইং হবে। বয়সের ক্ষেত্রে এ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না ।
৪। চাকরিরত কোন প্রার্থী আবেদন করতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন ।
৫। দরখাস্তের সাথে নিম্নবর্ণিত কাগজাদি সংযুক্ত করতে হবে;
- (ক) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী সম্বলিত সীলসহ) কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি রঙিন ছবি, ছবির পিছনে নিজ হাতে নাম লিখা থাকতে হবে;
- (খ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী সম্বলিত সীলসহ) কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের কপি;
- গ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী সম্বলিত সীলসহ) কর্তৃক সত্যায়িত ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদের কপি;
- ঘ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী সম্বলিত সীলসহ) কর্তৃক সত্যায়িত প্রদত্ত চারিত্রিক মূল সনদপত্র;
- ঙ) মুক্তিযোদ্ধাদের পোষ্যগণকে আবেদনপত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী হালনাগাদকৃত মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত কপি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নাম ও পদবী সম্বলিত সীলসহ);
- চ) আবেদনপত্রের সাথে পৃথক স্পষ্ট অক্ষরে লিখিত আবেদনকারীর বর্তমান ঠিকানা সম্বলিত ১০ x ৪.৫ খামের উপর ১০/- টাকার ডাকটিকিট সংযুক্ত করে দিতে হবে:
- ছ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এর সত্যায়িত ফটোকপি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার নাম ও পদবী সম্বলিত সীলসহ);
৬। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৭। প্রাথমিক বাছাইকৃত প্রার্থীকে কমিটি কর্তৃক নির্ধারিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীকে পরীক্ষার তারিখ, সময় ও স্থান ইন্টারভিউ কার্ডের মাধ্যমে এবং প্রার্থীর সরবরাহকৃত মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে। কেবলমাত্র লিখিত পরীক্ষায় সন্তোষজনকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে ।
৮। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদেরকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
৯। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে যোগদানের পূর্বে স্বাস্থ্যগত যোগ্যতা সম্পর্কে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত ফিটনেস সার্টিফিকেট দাখিল করতে হবে।
১০। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত বিধি-বিধান অনুযায়ী সকল প্রকার কোটা অনুসরণ করা হবে।
১১। মুক্তিযোদ্ধা কোটাসহ সকল প্রার্থীকে যোগ্যতা যাচাই সংক্রান্ত পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে।
১২। অত্র নিয়োগ বিজ্ঞপ্তি কোন চাকুরির নিশ্চয়তা প্রদান করে না। কর্তৃপক্ষ প্রয়োজন সাপেক্ষে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও উৎকর্ষের ভিত্তিতে সীমিত সংখ্যক প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের সর্বময় ক্ষমতা সংরক্ষণ করে।
১৩। পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা সোনালী ব্যাংক/বাংলাদেশ ব্যাংকে কোড নং-৩-২১৪১-০০০০-২০৩১ বরাবরে ট্রেজারী চালানযোগে জমা দিয়ে চালানের মূল কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।