যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের জেলা ক্রীড়া অফিসার এবং সরকারী শারীরিক শিক্ষা কলেজসমূহের প্রভাষক পদের MCQ ধরনের বাছাই পরীক্ষার ফলাফল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের ৯ম গ্রেডভুক্ত “জেলা ক্রীড়া অফিসার” এবং সরকারী শারীরিক শিক্ষা কলেজসমূহের ৯ম গ্রেডভুক্ত “প্রভাষক” পদের প্রার্থীদের MCQ ধরনের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের ৯ম গ্রেডভূক্ত “জেলা ক্রীড়া অফিসার” এবং সরকারী শারীরিক শিক্ষা কলেজসমূহের ৯ম গ্রেডভূক্ত “প্রভাষক” পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে ২৬.০৬,২০২৩ তারিখের ৩৪ ও ৩২ নং নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে অনলাইনে আবেদনকারীদের গত 13.12.2013 ও 17.12.2023 খ্রিষ্টাব্দ তারিখে MCQ ধরনের বাছাই পরীক্ষা গ্রহণ করা হয়। উক্ত পরীক্ষায় নিম্নে বর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীগণ কৃতকার্য হয়ে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।
ক্রীড়া অফিসার এবং শারীরিক শিক্ষা কলেজ সমূহ প্রভাষক পদের ফলাফল ২০২৪
“জেলা ক্রীড়া অফিসার” পদে MCQ ধরনের বাছাই পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদেরকে বাংলা-৫০, ইংরেজি-৫০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)-৪০ এবং গণিত ও মানসিক দক্ষতা- ৬০ নম্বরসহ মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহন করতে হবে এবং “প্রভাষক” পদে MCQ ধরনের বাছাই পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদেরকে বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল- ৮০ নম্বরসহ মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রকাশিত ফলাফলে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্যাবলি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ প্রকাশ করা হবে।