পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পরীক্ষার ফলাফল ২০২৪

পিজিসিবি’র স্মারক নং-২৭.২১.০০০০.২01.11.001.23.607৯, তারিখঃ ১০/১২/২০২৩ মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি এবং পিজিসিবি’র স্মারক নং-২৭,২১,০০০0.201.06.001,24.1396, তারিখঃ 10/03/2024 মোতাবেক ২৯/০৩/২০২৪ তারিখে সহকারী প্রকৌশলী ও সহকারী ব্যবস্থাপক (পরিবেশ) পদে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই (MCQ) পরীক্ষার মাধ্যমে পরবর্তী ধাপের লিখিত (বর্ণনামূলক) পরীক্ষা এর জন্য নির্বাচিত প্রার্থীগণের তালিকা সংযুক্ত করা হলো (সংযুক্তিঃ ১, ২, ৩, ৪ ও ৫)। নির্বাচিত প্রার্থীগণের লিখিত (বর্ণনামূলক) পরীক্ষার স্থান ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পরীক্ষার ফলাফল ২০২৪

 

 

পিজিসিবি’র স্মারক নং-২৭.২১.০০০০.২০1.11.001.23.6079, তারিখঃ ১০/১২/২০২৩ মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি এবং পিজিসিবি’র স্মারক নং-২৭,২১,০০00,201,06,001.24.১৩৯৬, তারিখঃ 10/03/2024 মোতাবেক ২২/০৩/২০২৪ তারিখে সহকারী ব্যবস্থাপক (এইচআরএম/প্রশিক্ষণ/সার্ভিস/পারফরম্যান্স সেল/এস্টেট/কর্পোরেট অফিস ভবন ব্যবস্থাপনা), সহকারী কোম্পানি সচিব ও জনসংযোগ কর্মকর্তা পদে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই (MCQ) পরীক্ষার মাধ্যমে পরবর্তী ধাপের লিখিত পরীক্ষা (বর্ণনামূলক) এর জন্য নির্বাচিত প্রার্থীগণের তালিকা সংযুক্ত করা হলো (সংযুক্তিঃ ১, ২ ও ৩)। নির্বাচিত প্রার্থীগণের লিখিত পরীক্ষার (বর্ণনামূলক) স্থান ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পরীক্ষার ফলাফল ২০২৪

বিজ্ঞপ্তির আলোকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিঃ-এ জুনিয়র ব্যক্তিগত সচিব, জুনিয়র নিরাপত্তা পরিদর্শক ও কারিগরী সহায়ক পদে বিভিন্ন কোটার বিপরীতে নিম্নোক্ত রোল নম্বরধারী প্রার্থীগণ যারা যাচিত দলিলাদি দাখিল করেছেন তাদেরকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচন করা হলো। একই সাথে বিভিন্ন কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণের মধ্যে যারা পিজিসিবি’র নির্দেশনা/চাহিদা অনুযায়ী যাচিত দলিলাদি দাখিল করেননি তাদের প্রাথমিক নির্বাচন বাতিল করা হলো।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পরীক্ষার ফলাফল ২০২৪

 

বিজ্ঞপ্তির আলোকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিঃ-এ জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র ব্যক্তিগত সচিব, জুনিয়র ভান্ডার রক্ষক, জুনিয়র নিরাপত্তা পরিদর্শক ও অফিস সহায়ক পদে অপেক্ষমান তালিকা হতে নিম্নোক্ত রোল নম্বরধারী প্রার্থীগণকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচন করা হলো। নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র তাদের বর্তমান/যোগাযোগের ঠিকানায় যথাশীঘ্র প্রেরণ করা হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ০৩/০৩/২০২৪ তারিখ সকাল ৯:০০ টায় মহাব্যবস্থাপক (পিএন্ডএ) বরাবর পিজিসিবি ভবন, পিজিসিবি’র প্রধান কার্যালয়, এভিনিউ-০৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২ ঠিকানায় যোগদান করতে হবে। যোগদানের সময় অত্র নিয়োগের বিপরীতে ইস্যুকৃত লিখিত পরীক্ষার এডমিট কার্ড, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, নিয়োগপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে ও নিয়োগপত্রের স্বাক্ষরকৃত অনুলিপি জমা দিতে হবে। যোগদানের সময় রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস) কর্তৃক প্রদত্ত শারীরিক ও মানসিক উপযুক্ততা সংক্রান্ত মূল সনদ (CBC, Hemoglobin, Total RBC. Total WBC Chest X-ray, ECG, Urine analysis টেস্ট রিপোর্টসহ) দাখিল করতে হবে।  চাকুরীরত প্রার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ছাড়পত্র যোগদানের সময় জমা দিতে হবে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ চূড়ান্ত ফলাফল ২০২৪

 

 

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পরীক্ষার ফলাফল। সূত্র নং-২৭.২১.০০০০.201.11.002.21.51৩৪, তারিখঃ ২৯/১১/২০২১ মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিঃ-এ কারিগরি সহায়ক পদে কর্মচারী নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের ও অপেক্ষমান প্রার্থীদের তালিকা। ১) নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র তাদের বর্তমান/যোগাযোগের ঠিকানায় যথাশীঘ্র প্রেরণ করা হবে। তবে এতিম ও প্রতিবন্ধি/মুক্তিযোদ্ধা/আনসার ভিডিপি/ক্ষুদ্র-নৃগোষ্ঠি কোটায় নির্বাচিতদের কোটার স্ব-পক্ষে দাখিলকৃত কাগজপত্র যাচাই-বাছাই সাপেক্ষে নিয়োগ চূড়ান্ত করা হবে এবং পরবর্তীতে নিয়োগপত্র ইস্যু করা হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ২১/০১/2024 তারিখ সকাল ৯:০০ টায় মহাব্যবস্থাপক (পিএন্ডএ) বরাবর পিজিসিবি ভবন, পিজিসিবি’র প্রধান কার্যালয়, এভিনিউ-০৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২ ঠিকানায় যোগদান করতে হবে। যোগদানের সময় অত্র নিয়োগের বিপরীতে ইস্যুকৃত লিখিত পরীক্ষার এডমিট কার্ড, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, নিয়োগপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে ও নিয়োগপত্রের স্বাক্ষরকৃত অনুলিপি জমা দিতে হবে।

যোগদানের সময় রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস) কর্তৃক প্রদত্ত শারীরিক ও মানসিক উপযুক্ততা সংক্রান্ত মূল সনদ (CBC, Hemoglobin. Total RBC, Total WBC, Chest X-ray, ECG, Urine analysis টেস্ট রিপোর্টসহ) দাখিল করতে হবে। চাকুরীরত প্রার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ছাড়পত্র যোগদানের সময় জমা দিতে হবে। নির্বাহী প্রকৌশলী (আইসিটি)- ওয়েবসাইটে প্রকাশের জন্য অনুরোধ করা হলো।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পরীক্ষার ফলাফল ২০২৪

 

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

DC Office Job Circular ডিসি অফিস

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল ২০২৪

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ফলাফল কিভাবে জানবেন? আপনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের ফলাফল …