মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবশ্যিকভাবে (ক) প্রবেশপত্র, (খ) অনলাইন আবেদনের ডাউনলোডকৃত প্রিন্ট কপি, (গ) শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, (ঘ) একাডেমিক ট্রান্সক্রিপ্ট, (ঙ) মূল নাগরিকত্ব সনদপত্র, (চ) জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সঙ্গে আনতে হবে। এছাড়া, নবম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মচারী কর্তৃক সকল প্রকার সনদ/কাগজ-পত্রের সত্যায়িত ১ সেট ফটোকপি (প্রবেশপত্র ও অনলাইন আবেদনের ডাউনলোড কপিসহ) মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সঙ্গে আনতে হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত সময় ও তারিখে কোনো প্রার্থী উপস্থিত না হলে তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। উল্লেখ্য যে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টি.এ/ডি.এ বা অন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে।