বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের চাকরির পরীক্ষার সময়সূচি প্রকাশ। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের “ট্রান্সপোর্ট সুপারভাইজার” (১০ম গ্রেড) পদের মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময় ও নির্দেশাবলী । বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ট্রান্সপোর্ট সুপারভাইজার (১০ম গ্রেড) পদে সরাসরি নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ BPSC Form- 5A ( Applicant’s Copy) জমাদানকারী ১৫ জন প্রার্থীর মধ্যে যোগ্য ১৩ জন এবং শর্ত সাপেক্ষে যোগ্য ০১ জনসহ মোট ১৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিম্নবর্ণিত তারিখ ও সময় অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
Admit Card: http://bpsc.teletalk.com.bd
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩
কমিশন কর্তৃক “ট্রান্সপোর্ট সুপারভাইজার” (১০ম গ্রেড) পদে ১৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে জারিকৃত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের BPSC Form- 5A [ Application’s Copy] প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত এবং পিএসসি কর্তৃক নির্ধারিত ফরমে মূল ছাড়পত্র মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে।
মৌখিক পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র প্রদান করা হবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে/নষ্ট হলে কমিশনের .bpsc.gov.bd ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিঃ এর http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না।
উল্লিখিত প্রতিটি ডকুমেন্টস-এর সত্যায়িত কপির উপর প্রার্থীকে তার রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই লিখতে হবে।
কোনো প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের গুরুতর (Substantive) কোন ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। বিজ্ঞপ্তিটি কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।