পায়রা বন্দর কর্তৃপক্ষের ১২ ক্যাটাগরির ১৪টি পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ। পায়রা বন্দর কর্তৃপক্ষের ১২ ক্যাটাগরির ১৪টি পদে ২৪ নভেম্বর 2023 খ্রি. তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা, ২৩ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ২১, ২৩ ও ২৬ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিভাগীয় নির্বাচনী কমিটির সুপারিশক্রমে নিম্নবর্ণিত প্রার্থীদেরকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হলো।
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ২০২৩
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণ পায়রা বন্দর কর্তৃপক্ষের ওয়েব সাইট (www.ppa.gov.bd) থেকে “পুলিশ প্রত্যয়ন বিবরণী ফরম” ডাউনলোড করে ০২ (দুই) পাতা উভয় পৃষ্ঠায় ০২ (দুই) সেট প্রিন্ট নিবেন। উক্ত ০২ (দুই) সেট “পুলিশ প্রত্যয়ন বিবরণী ফরম” যথাযথভাবে পূরণ করে প্রতি সেটের সাথে মৌখিক পরীক্ষার
প্রবেশপত্র, ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় সকল সনদ, মুক্তিযোদ্ধা সনদ (যদি থাকে), জাতীয়তা সনদ, জাতীয় পরিচয়পত্র প্রভৃতির সত্যায়িত কপি সংযুক্ত করে আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে একটি খামে উপপরিচালক (প্রশাসন),পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী বরাবর প্রেরণ করবেন। খামের উপর অবশ্যই পদের নাম ও রোল নম্বর উল্লেখ করতে হবে। তাছাড়া, প্রশাসন বিভাগ (প্রশাসনিক ভবনের ২য় তলা) হতে উক্ত ০২ (দুই) সেট “পুলিশ প্রত্যয়ন বিবরণী ফরম” সংগ্রহ করা যাবে।
কোন ক্ষেত্রে যাচিত কাগজপত্রাদির ঘাটতি থাকলে পরবর্তিতে কোন সময় প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি/অসত্য তথ্য প্রদান/কোন জাল সনদ দাখিল/অসদুপায় অবলম্বন/প্রতারণার আশ্রয় নিলে বা সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর (Substantive) ঘাটতি/ত্রুটি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমানিত হলে, যে কোন পর্যায়ে উক্ত প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণের পুলিশী প্রতিবেদনে বিরুপ মন্তব্য না থাকলে নিয়োগপত্র প্রদান করা হবে। সিভিল সার্জনের দপ্তর থেকে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন সন্তোষজনক হওয়া সাপেক্ষে নির্বাচিত প্রার্থীগণ চাকরিতে যোগদান করতে পারবেন।