৪৩তম বিসিএস নন-ক্যাডার পছন্দক্রম বিজ্ঞপ্তি ২০২৩

৪৩তম নন-ক্যাডার পদে পছন্দক্রম আহবান সংক্রান্ত বিজ্ঞপ্তি। ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে যারা “নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩” অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী তাদের নিকট হতে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী
যোগ্যতা রয়েছে এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশের জন্য নিম্নবর্ণিত পদসমূহে পছন্দক্রম প্রদানের জন্য অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। উল্লেখ্য, “বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪” অনুযায়ী ক্যাডার পদে সুপারিশের পর অবশিষ্ট প্রার্থীদের মধ্য হতে নন-ক্যাডার পদে সুপারিশের কার্যক্রম গ্রহণ করা হবে। মোট [৯ম গ্রেডের ১৯৬, ১০ম গ্রেডের ৮৬১, ১১তম গ্রেডের ৬ এবং ১২তম গ্রেডের ২৭৯]= ১৩৪২টি সরকারের নিকট হতে প্রাপ্ত শূন্য পদের অধিযাচনের ভিত্তিতে কমিশন, সময় সময়ে, রাষ্ট্রীয় প্রয়োজনে সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারবে। পছন্দক্রম গ্রহণের শুরুর তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৩, সন্ধ্যা ৬.০০ টা এবং পছন্দক্রম গ্রহণের শেষ তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৩, রাত ১১.৫৯ মিনিট।

 

৪৩তম বিসিএস নন-ক্যাডার পছন্দক্রম বিজ্ঞপ্তি ২০২৩

2

3

1

৪৩তম বি.সি.এস. থেকে নন-ক্যাডার যে সকল পদের বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা “First Class Master’s degree or 2nd class Master’s degree with 2nd class Honour’s from recognized University” উল্লেখ করা হয়েছে; সে সকল পদের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের [সংস্থাপন মন্ত্রণালয়] ২৫ অক্টোবর ২০০৩ তারিখের এস, আর, ও নং-৩০১ আইন/২০০৩-সম(বিধি-৫)-২৫/২০০৩ মোতাবেক, “বিদ্যমান অন্যান্য নিয়োগ বিধিমালার বিধান অনুসারে যে সকল প্রথম শ্রেণির চাকরি পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রী নির্ধারিত আছে ঐ সকল পদে নিয়োগের ক্ষেত্রে চার বছর মেয়াদী ডিগ্রীকে, অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রীর সমতুল্য হিসাবে গণ্য করা হইবে” ।

৪৩তম বি.সি.এস. এর নন-ক্যাডার পদের অনলাইন আবেদনপত্র পূরণের সময় প্রার্থী কর্তৃক ইতোমধ্যে পূরণকৃত ৪৩তম বি.সি.এস এর অনলাইন আবেদনপত্র (Bpsc Form-1) অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার সাথে সামঞ্জস্য ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদসমূহ দৃশ্যমান হবে। দৃশ্যমান পদসমূহ থেকে পছন্দক্রম উল্লেখপূর্বক নন-ক্যাডার পদের জন্য নির্ধারিত Online Application Form প্রার্থী কর্তৃক পূরণ করে নিম্নবর্ণিত তারিখের মধ্যে জমা [Submit] দিতে হবে। প্রার্থীদেরকে সকল নন-ক্যাডার পদের পছন্দক্রম একই সাথে Submit করতে হবে । নিম্নে বর্ণিত সময়ের পূর্বে অথবা পরে কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

সাধারণ নির্দেশাবলি ও তথ্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইট পাওয়া যাবে। এছাড়া বিজ্ঞপ্তির ৪ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত তারিখে অফিস চলাকালীন (সকাল ১০.০০ মিনিট থেকে বিকাল ৩.০০ মিনিট পর্যন্ত) TBL-এর নির্ধারিত ০১৫55555150/01555555151 মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে কারিগরি অস্পষ্টতা সম্পর্কে সহায়তা পাওয়া যাবে। নন-ক্যাডার পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীকে সকল পদ বা পদসমূহের নাম অগ্রাধিকার ক্রমানুসারে তার পছন্দক্রম কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনে উল্লেখ করতে হবে। যে কোনো প্রার্থী নন-ক্যাডার পদে [৯ম থেকে ১২তম গ্রেড] যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।

 

এই বিজ্ঞপ্তি অনুযায়ী পছন্দক্রম প্রদানকারী প্রার্থীর নন-ক্যাডার পদে চাকরি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করবে না বা অধিকার জন্মাবে না। সংশ্লিষ্ট পদে নিয়োগের যোগ্যতা ও মেধার ভিত্তিতে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী সুপারিশ করা হবে। কমিশনের ২০২৩ সালের ১০ম বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক “দেশের বেকার সমস্যার তীব্রতা বিবেচনায় এবং আবেদনকারীর চাকরি পাবার সম-অধিকার অক্ষুন্ন রাখার স্বার্থে ইতোপূর্বে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীগণকে নন-ক্যাডার পদে সুপারিশ করা যাবে না। যদি কোন আবেদনকারী নন-ক্যাডার পদে কোনো উচ্চতর গ্রেডে সুপারিশপ্রাপ্ত হয়ে থাকলে, তাকে তার সুপারিশপ্রাপ্ত গ্রেডের নিম্নতম গ্রেডে সুপারিশ করা যাবে না। তবে সমগ্রেডের ভিন্ন পদে সুপারিশ করা যাবে।” প্রার্থীকে বিজ্ঞপ্তির শর্তাবলী অতি সতর্কতার সাথে পাঠ করে অনলাইন আবেদনপত্র পূরণের অনুরোধ করা হলো। প্রার্থীর অনলাইন আবেদনে কোনো ভুল থাকলে পরবর্তীতে তা সংশোধনের সুযোগ থাকবে না এবং সংশোধনের কোনো আবেদনও গ্রহণ করা হবে না।

About Nazmul Hasan

Hi! I'm Nazmul Hasan. From Koyra, Khulna. I'm Student of Under National University of Govt. B. L. College, Khulna, Department of Political Science....

Check Also

জাতীয় আইনগত সহায়তা সংস্থার মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২২

44th Viva Exam Schedule 2024 – bpsc.gov.bd Viva Schedule

44th B.C.S. Exam 2021 Written Exam B.C.S. passed for its general cadre posts. The oral …