মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের লাইব্রেরিয়ান এর শূন্য পদে নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের ‘লাইব্রেরিয়ান’ (১০ম গ্রেড) পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত 23.12.2021 খ্রিষ্টাব্দ তারিখে ২০৪ নম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়। উক্ত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে প্রার্থীদের লিখিত পরীক্ষা গত 21.07.2023 খ্রিষ্টাব্দ তারিখে অনুষ্ঠিত হয়। নিম্নলিখিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীগণ উক্ত পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ হয়েছেন।
মৎস্য অধিদপ্তরের লাইব্রেরিয়ান পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৩
প্রকাশিত ফলাফলে গুরুতর (Substantive) ত্রুটির কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ কোনো প্রার্থীর সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর (Substantive) ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষার ফলাফল কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd] এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে। ‘লাইব্রেরিয়ান’ (১০ম গ্রেড) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মূল আবেদনপত্র বিপিএসসি ফরম- 5A (Applicants Copy) এ কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে ডাউনলোড করে নিম্নোক্ত কাগজপত্র/তথ্যাদিসহ আগামী ২৭.12.2023 খ্রিষ্টাব্দ তারিখ থেকে ১৫.০১.২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ [প্রতি কর্মদিবসে সকাল ১০.০০ টা থেকে বিকাল ৩.৩০ টা পর্যন্ত] পরিচালক [ইউনিট-৮] বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ এর দপ্তরে হাতে হাতে অথবা ডাকযোগে জমা প্রদান করতে হবে।