জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (bmet) বিভিন্ন পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী। বিএমইটি ও এর অধীন দপ্তরসমূহের ১১ ২০তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ইউডিএ/উচ্চমান সহকারী, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত নিম্নবর্ণিত রোলনম্বধারী মোট (৫৩+২৩১+৭৮+০৯+৩৯১) = ৭৬২ (সাতশত বাষট্টি) জন পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা (কম্পিউটার মুদ্রাক্ষর ও সাঁটলিপি পরীক্ষা) ও মৌখিক পরীক্ষা যথাক্রমে আগামী 26/12/2013 ও 27/12/20২৩ তারিখ সকাল ৯:০০ হতে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ-কোরিয়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী ২০২৩
এমতাবস্থায়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীগণ কে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত তারিখে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ-কে একই তারিখে (ব্যবহারিক পরীক্ষার উল্লিখিত তারিখ) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।